দলে বাংলার দুই ক্রিকেটার, ঠাঁই নেই সামি-শ্রেয়স-সরফরাজের

রোহিতের ব্যাটন শুভমনের হাতে, কিন্তু বিরাট কোহলির ছেড়ে যাওয়া জুতোয় পা গলাবেন কে? এটাই ছিল দ্বিতীয় কৌতূহল। শুভমনকে নেতা বাছাইয়ের পর ইংল্যান্ড সফরের দলও বেছে নিয়েছে ভারতীয় নির্বাচকরা। ১৮ জনের স্কোয়াড বেছে নিয়েছে অজিত আগারকরের প্যানেল। অজিত আগরকর বলেন, ‘কেউ অবসর নিলে দলে বড় গ্যাপ তৈরি হয়। অশ্বিনও অবসর নিয়েছে। ওই তিনজন ভারতীয় ক্রিকেটের বড় ব্যক্তিত্ব। ওদের জায়গা পূরণ করা সবসময়ই কঠিন। তবে অন্য দিক থেকে দেখলে, এটা নতুনদের কাছে সুযোগ।’ কেমন হল দল? কারা পেলেন সুযোগ? প্রথমবার ভারতের টেস্ট দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন ও অর্শদীপ সিং। দীর্ঘ ৮ বছর পর ডাক পেয়েছেন করুন নায়ার। আর দেড় বছর পর টেস্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত হলেন শার্দুল ঠাকুর।
এখনও আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া বাংলার ক্রিকেটার অভিমন্যু ইশ্বরনও আছেন ভারতের স্কোয়াডে। এর আগেও অবশ্য তিনি জাতীয় দলে ডাক পেয়েছিলেন। কিন্তু খেলার সুযোগ পাননি। ব্যাটারদের তালিকায় রয়েছেন যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, অভিমন্যু ইশ্বরন, গিল, সুদর্শন, নায়ার ও ধ্রুব জুরেল। আর অলরাউন্ডার হিসেবে আছেন দুটি করে স্পিন ও পেস অপশন রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ও নীতিশ কুমার রেড্ডি। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। আর পেস বিভাগ সাজানো হয়েছে পাঁচজনকে নিয়ে– জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, অর্শদীপ ও বাংলার ক্রিকেটার আকাশ দীপ। জায়গা হয়নি অভিজ্ঞ বাংলার পেসার মহম্মদ সামির। ফিটনেস ইস্যুতে বাদ পড়েছেন ভারতের অন্যতম সেরা পেসার সামি।
অজিত আগারকর বলেন, ‘সামির ওয়ার্কলোড (কাজের চাপ) এখনো যেখানে থাকা উচিত, সেখানে নেই। আমরা আশা করছিলাম সে প্রস্তুত থাকবে, কিন্তু এটা দুর্ভাগ্যজনক।’ বর্ডার-গাভাসকর সিরিজের দল থেকে বাদ পড়েছেন সরফরাজ খান ও হর্ষিত রানা। শ্রেয়স আইয়ারকেও রাখা হয়নি দলে। দু’জনকে নিয়ে আগারকর বলেন, ‘সরফরাজকে সুযোগ দেওয়া হয়েছিল। এ বার অন্যদেরও সুযোগ দেওয়া প্রয়োজন। করুণ নায়ার ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে।’ পাশাপাশি শ্রেয়স প্রসঙ্গে বলেন, ‘দেশের হয়ে ওয়ান ডে-তে এবং ঘরোয়া ক্রিকেটে ও দুর্দান্ত খেলছে। ও সেটা চালিয়ে যাক। সবাইকে তো আর স্কোয়াডে জায়গা দেওয়া সম্ভব নয়’। পাঁচ টেস্টের ইংল্যান্ড সফর হবে ২০২৫–২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ভারতের প্রথম অভিযান। ২০ জুন হেডিংলিতে প্রথম টেস্ট শুরু হবে। এজবাস্টনে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২ জুলাই থেকে। ১০ জুলাই থেকে তৃতীয় টেস্ট শুরু হবে লর্ডসে। ২৩ জুলাই চতুর্থ টেস্ট ওল্ড ট্র্যাফোর্ডে এবং ওভালে পঞ্চম ও শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই থেকে। এর আগে চার দিনের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ভারত।

ভারতের টেস্ট স্কোয়াড :
শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (সহঅধিনায়ক ও উইকেটকিপার), ধ্রুব জুরেল (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিদ্ধ কৃষ্ণা, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুন নায়ার, নীতিশ রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর ও অর্শদীপ সিং।