কানের মঞ্চে ঐশ্বর্যাকে নকল! ট্রোলের কড়া জবাব দিলেন উর্বশী
এন্টারটেইনমেন্ট ডেস্ক: এই মুহূর্তে বিতর্কের যেন আরও এক নাম ‘উর্বশী রাউতেলা’! কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা দেওয়ার সঙ্গে সঙ্গেই একের পর এক বিতর্কে জড়িয়েছেন তিনি। কখনও বক্ষযুগলের ‘আদল’-এর ব্যাগ হাতে নজর কেড়েছেন। আবারও কখনও বাঁ বাহুর ছেঁড়া পোশাকে উড়ন্ত চুমুতেই সমালোচনা ডেকে এনেছেন। এই চলচ্চিত্র উৎসবের প্রথম দিন ‘তোতাপাখি’ সাজে হাজির হয়েছিলেন উর্বশী। আর তা দেখেই নেটিজেনদের একাংশের মন্তব্য, তিনি কি ঐশ্বর্যা রাই বচ্চনকে নকল করছেন?
গত বছর কানের লাল গালিচায় বচ্চন বধূর ময়ূরের সাজের সঙ্গেই অনেকে তুলনা টেনেছেন ‘তোতাপাখি’ রূপী উর্বশীর। এ বার সমালোচকদের মুখে কুলুপ আঁটলেন নায়িকা। এ দিন ইনস্টাগ্রামে স্টোরি পোস্ট করে বিতর্কের মোক্ষম জবাব দিলেন তিনি।

উর্বশী লিখলেন, “আমি নাকি ঐশ্বর্যাকে নকল করার চেষ্টা করছি? আমার নাকি কোনও ‘করিশ্মা’ নেই? ডারলিং, একটা কথা বলি। ঐশ্বর্যা হল আইকনিক। আর আমি এখানে কাউকে নকল করতে আসিনি। আমি হলাম ব্লু-প্রিন্ট। কান আমাকে ওদের সঙ্গে মিশে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়নি। আমি নিজের জন্য গিয়েছি। নিজের জন্য দাঁড়িয়েছি। যদি আমার সাজ, আমার আত্মবিশ্বাস কারও অস্বস্তি হয়, তা হলে দু’বার শ্বাস নিয়ে নিন।”
তিনি আরও বলেন, “আর যে ‘করিশ্মা’র কথা বলা হচ্ছে, প্রিয়, আমার করিশ্মা মেপে দেখতে গেলে সেই যন্ত্রটাই ভেঙে যাবে। তাই সমালোচকরা, আরও সমালোচনা করে যাও তোমরা।”