৫৭-য় সত্যিই কি বাবা হচ্ছেন আরবাজ? ছবিশিকারিদের শুভেচ্ছা নিয়ে কী বললেন অভিনেতা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৬০ বছরের জন্মদিনে নতুন প্রেমের ঘোষণা করেছিলেন আমির খান। সেই আলোচনার মাঝেই নতুন করে চর্চা শুরু আরবাজ খানকে ঘিরে। ৫৭-য় আবারও বাবা হতে চলেছেন অভিনেতা। সত্যিই কি তাই? সম্প্রতি সেই আগুনেই যেন ঘি ঢাললেন অভিনেতা।

মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদের পর, ২০২৩ সালে ২৪ ডিসেম্বর আরবাজ খান বিয়ে করেন রূপটানশিল্পী সুরা খানকে। বিয়ের বয়স ১৭ মাস। চলতি বছরই জল্পনা রটে যায়, ৫৭ বছর বয়সে এসে ফের পিতৃত্বের সুখ পেতে চলেছেন অভিনেতা। এই প্রসঙ্গে কোনও আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও এই রটনার পর থেকেই স্ত্রী সুরাকে প্রচার আলো থেকে কিছুটা দূরেই রাখছেন তিনি। গত বছর ইদে বোন অর্পিতা খানের বাড়ির পার্টিতেও সর্ব ক্ষণ আরবাজ ক্যামেরা থেকে যে ভাবে আগলেছেন সুরাকে। সম্প্রতি মুম্বইয়ের এক রেস্তরাঁর বাইরে ছবিশিকারিদের সম্মুখীন হতেই মুখ খুললেন তিনি।

এ দিন রেস্তরাঁ থেকে বেরোতেই তারকাদম্পতিকে ঘিরে ধরেন চিত্রগ্রাহকেরা। ডিনারের পর স্ত্রীকে নিয়ে তাঁদের সামনে পোজও দেন আরবাজ। শুধু তাই নয়, তাঁদের দিক থেকে ভেসে আসা শুভেচ্ছাবার্তা শুনেও লাজুক হয়ে পড়েন তিনি। তারপর সুরা তাকান আরবাজের দিকে এবং সামান্য হাসেন। ওই চত্বর ছেড়ে গাড়ির দিকে এগিয়ে যেতেই এক চিত্রসাংবাদিক বলে ওঠেন, “ছেড়ে দাও…যেতে দাও ওঁদের।”

এই কথাটি কান এড়িয়ে যায়নি আরবাজের। পেছনে ফিরে তিনিও উত্তর দেন, “আপনারাও এ বার যেতে দিন…” অনেকেই অনুমান করেছেন, বাবা হওয়ার প্রসঙ্গেই এমন কথা বললেন আরবাজ। “কখনও কখনও আপনারাও বুঝুন একটু”, বলতে বলতে সুরাকে নিয়ে গাড়িতে উঠে যান অভিনেতা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *