কন্যার সঙ্গে দেখা করতে দেন না! সুস্মিতা সেনের দাদার অভিযোগ শুনেই অগ্নিশর্মা প্রাক্তন স্ত্রী চারু
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেও সম্প্রতি তাঁর ব্যক্তিগত জীবনই তাঁকে টেনে এনেছে আলোচনায়। তিনি চারু আসোপা। অভিনেত্রী সুস্মিতা সেনের দাদা রাজীব সেনের প্রাক্তন স্ত্রী। তাঁদের একটি ছোট্ট কন্যাও রয়েছে। তবে কন্যা জিয়ানা যখন খুব ছোট, তখনই বিচ্ছেদ হয় যায় তারকাদম্পতির। সম্প্রতি তাঁর অনলাইনে পোশাক বিক্রি করার খবর বেশ সাড়া ফেলেছিল সমাজমাধ্যমে। এর আগে একটি সাক্ষাৎকারে চারু নিজেই জানিয়েছিলেন, মুম্বইতে জীবনযাপন তাঁর সামর্থের বাইরে হয়ে উঠেছে। সেই কারণেই মেয়েকে নিয়ে নিজের বাড়ি রাজস্থানের বিকানেরে ফিরে গিয়েছেন।
যদিও সেই কথা মানতে নারাজ ছিলেন রাজীব। শুধু তাই নয়, তাঁর অভাব-অনটনকেও ‘অভিনয়’ বলে দাবি করেছিলেন তিনি। এমনকি এও জানিয়েছিলেন, কন্যার সঙ্গেও নাকি তাঁকে দেখা করতে দেন না চারু। তারই যেন পরোক্ষভাবে জবাব দিলেন অভিনেত্রী।
এই সব কিছুরই সূত্রপাত চারুর একটি ভ্লগের মাধ্যমে। চারুর ভাগ করে নেওয়া ভ্লগটিতে দেখা গিয়েছে, তাঁর বাড়িতে বোন-ভগ্নিপতি এসেছেন এবং জিয়ানা আনন্দে মেসোকে জড়িয়ে ধরেছে। যা দেখে অনেকের মনে হয়েছে, বাবাকে তো পায় না। সেই অভাব থেকে মেসোকেই জড়িয়ে ধরেছে শিশু কন্যা। এই ভাবনা থেকেই এমন একাধিক মন্তব্য ধেয়ে এসেছে কমেন্ট বক্সে। যা দেখে রীতিমতো বিরক্ত অভিনেত্রী।
তিনি বলেন, “আমি আমার ভ্লগের কমেন্ট পড়ছিলাম। যেখানে অনেকেই মনে করেছেন জিয়ানা ওর মেসোকে জড়িয়ে ধরেছে তার কারণ ওর বাবার কথা মনে পড়ছে। কিন্তু আমার মনে হয় আপনারা কেউ এর আগের ভ্লগটি দেখেননি। জিয়ানা একই আবেগের সঙ্গে ওর মাসিকেও জড়িয়ে ধরেছিল। ও এমনই। যখনই কাউকে ভালবাসে এবং তাঁর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হলে একই আবেগের সঙ্গেই তাঁদেরকে জড়িয়ে ধরে। এর মানে এই নয় যে ওর বাবার কথা ও মনে করছে। আর যদি সেটাই হয়, তা হলে ও ওর বাবার সঙ্গে কথা বলতেই পারে।”
তিনি আরও বলেন, “ওর বাবা প্রায় সময়তেই ফোন করেন। ভিডিয়ো কলে কথা হয়। তাই আপানাদের এত উত্তেজিত হওয়ার কিচ্ছু নেই। আর কেউ সাক্ষাৎকারে মিথ্যে কথা বলে দিলেই সত্যিটা পালটে যাবে না।” চারু এও জানান, তাঁদের বিচ্ছেদের পরেও একসঙ্গে সময় কাটিয়েছেন তাঁরা। ঘুরতেও গিয়েছিলেন এবং রাজীব চাইলেই ওদের সঙ্গে এসে থাকেন সারাদিন। চারু বলেন, “কন্যার সঙ্গে দেখা করা নিয়ে কোনওদিনই কোনও বাধা ছিল না। ও চাইলেই এসে দেখা করতে পারে।”