‘স্বচ্ছ তদন্ত হোক’, অহমদাবাদের বিমান দুর্ঘটনায় কীসের গন্ধ পাচ্ছেন অমিতাভ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: অহমদাবাদের বিমান দুর্ঘটনার মতো বিধ্বংসী এই ঘটনায় স্তব্ধ গোটা দেশ। এর রেশ কাটতে না কাটতেই আরও এক বিমান দুর্ঘটনার খবর মিলল রবিবার সাত সকালেই। উত্তরাখণ্ডে দুর্ঘটনার কবলে যাত্রিবাহী হেলিকপ্টার। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে যাত্রী-সহ ভেঙে পড়ে সেটি। ঘটনাস্থলে মৃত্যু হয় সকলেরই। একের পর এক দুঃসংবাদ। স্তম্ভিত সকলেই। এ বার স্বচ্ছ তদন্তের দাবি জানালেন অমিতাভ বচ্চন।
অহমেদাবাদের বিমান দুর্ঘটনা প্রাণ কেড়েছে ২৪১ জন যাত্রীর। নিজের ব্লগে দুঃখপ্রকাশ করেছে অমিতাভ। বর্ষীয়ান অভিনেতা লিখেছেন, ‘আমি গভীর ভাবে শোকাচ্ছন্ন। দেশ ও গোষ্ঠী নির্বিশেষে এই দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারালেন তাঁদের প্রতি সহানুভূতি রইল।’
তিনি আরও লেখেন, ‘যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি শোক যেন সংহতির রূপ নেয়। স্বচ্ছ তদন্তের মাধ্যমে যেন সবটা দেখা হয়। আমরা যেন ভুলে না যাই। ক্ষতিগ্রস্তরা সেরে উঠুক।’ তা হলে কি এর নেপথ্যে কোনও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন বর্ষীয়ান তারকা?
গত বৃহস্পতিবারই অহমেদাবাদে ভেঙে পড়ে যাত্রীবাহী বিমান। আর এ বার রবিবারও ফের উরান দুর্ঘটনা। কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশীর দিকে যাচ্ছিল কপ্টারটি। রবিবার ভোর ৫টা ২০ মিনিটে নিয়ন্ত্রণ হারিয়ে তা গৌরীকুণ্ডের জঙ্গলে গিয়ে পড়ে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দুর্ঘটনার একাধিক ছবি।