বন্ধুই অনুপ্রেরণা, ব্যাট হাতে ঝড় তুলে বিস্ময় বাড়িয়ে দিলেন বৈভবের বন্ধুও

বৈভব সূর্যবংশী। আইপিএলের পর এই নামটার সঙ্গে আর নতুন করে পরিচয় করার প্রয়োজন পড়ে না। বিহারের এই ব্যাটার ১৩ বছর বয়সে আইপিএল নিলামে দল পেয়ে একের পর এক রেকর্ড তৈরি করেছে। ১৪ বছর বয়সে দ্রুততম সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাস তৈরি করেছে। সাত ইনিংসে করেন ২৫২ রান। গড় ৩৬, স্ট্রাইক রেট ২০৬.৫৫। না, এ গল্প বৈভবের নয়, ওর বন্ধুর। বিস্ময় কিশোরের মতোই ব্যাট হাতে যেন সোনা ঝরাচ্ছে ছোট্ট অয়ন রাজ। তারও বয়স ১৩। সেও বিহারের। সম্প্রতি বিহারের জেলপা ক্রিকেট লিগে ১৩ বছর বয়সি অয়ন রাজ বিপুল রান করে। তাতেই চলে আসে সমাজমাধ্যমে নেটিজেনদের চর্চায়। অয়ন রাজ ৩০ ওভারের ম্যাচে একাই করেছে ৩২৭ রান! মুজাফফরপুরের জেলা ক্রিকেট লিগেই এই তাণ্ডব ব্যাটিং করে অয়ন। ৩০ ওভারের ম্যাচে ১৩৪ বলে অপরাজিত ৩২৭ রান করেছে সে। ইনিংসে ছিল ৪১টি চার ও ২২টি ছক্কা। শুধু বাউন্ডারি থেকেই এসেছে ২৯৬ রান। স্ট্রাইক রেট ২০০-এরও বেশি। শুনলে অবাক হতে হয়, শচীন-ধোনি-বিরাট নন, অয়ন রাজের অনুপ্রেরণা এখন বৈভব সূর্যবংশীই। এক সাক্ষাৎকারে অয়ন বলে, ‘প্রতিবার বৈভব ভাইয়ের সঙ্গে কথা বললে একধরনের শক্তি পাই। ছোটবেলায় আমরা একসঙ্গে খেলেছি। এখন সে অনেক বড় জায়গায় গেছে। আমি ওর পথেই হাঁটছি।’ বৃষ্টি, উৎসব বা ক্লাব বন্ধ যাই ঘটে যাক না কেন, ব্যাট হাতে নামতেই হবে প্রতিদিন অয়নকে। জানা গেছে, অয়নের বাবা নিজেও একসময় ক্রিকেট খেলতেন এবং স্বপ্ন দেখতেন দেশের প্রতিনিধিত্ব করার। বাবার সেই অপূর্ণ স্বপ্নই পূরণ করতে বদ্ধপরিকর অয়ন। এরজন্য পরিবারও অবশ্য পাশে রয়েছে তার।বৈভব দারুণ পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ জায়গা করে নিয়েছেন ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত ভারত অনূর্ধ্ব-১৯ দলে। অয়ন রাজও রাজ করতে চান বৈভবের মতোই। এগোতে চান ধাপে ধাপে।
