ভারতীয় ক্রিকেটে বল বিকৃতির অভিযোগ, আঙুল উঠল খোদ অশ্বিনের দিকেই

ভারতীয় ক্রিকেটে বল বিকৃতির অভিযোগ! আর সেই অভিযোগ উঠল দেশের অন্যতম সেরা স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে। জাতীয় দলের হয়ে অবসর নিয়েছেন অশ্বিন, তবে তিনি খেলছেন তামিলনাড়ু প্রিমিয়ার লিগে দিন্ডিগুল ড্রাগনসের হয়ে। সেই দলের অধিনায়কও তিনি। ভারতের প্রাক্তন স্পিনারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছে ওই লিগের অন্য একটি ফ্র্যাঞ্চাইজি। গত শনিবার মাদুরাই প্যান্থার্সের বিপক্ষে ৯ উইকেটে জেতে দিন্দিগুল ড্রাগনস। দিন্দিগুলের হয়ে ৪ ওভারে ২৭ রানে কোনো উইকেট পাননি ভারত জাতীয় দলের প্রাক্তন এই স্পিনার। তবু এই ম্যাচে অশ্বিন এবং তাঁর দলের বিরুদ্ধে টুর্নামেন্টের আয়োজক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে বল টেম্পারিংয়ের অভিযোগ করেছে মাদুরাই প্যান্থার্স। তাদের অভিযোগ, দিন্ডিগুলের ক্রিকেটারেরা বল মোছার জন্য যে তোয়ালে ব্যবহার করেছিল, তাতে বিশেষ ধরনের রাসায়নিক ছিল। রাসায়নিকের প্রভাবে বলের ওজন বেড়ে গিয়েছিল। ভারী বলের সঙ্গে ব্যাটের সংঘর্ষে যে শব্দ শোনা গিয়েছে, তা স্বাভাবিক ছিল না। মাদুরাইয়ের ব্যাটারেরা অনেকটা ধাতব শব্দ শুনেছেন। লিগের তরফ থেকে বলা হয়েছে, ‘আমরা অভিযোগ পেয়েছি। আমরা ওদেরকে বলেছি প্রমাণ দিতে। যদি তাদের অভিযোগে কোনও সত্যতা থাকে, তাহলে আমরা একটা স্বাধীন কমিটি গঠন করব। কোনও প্রমাণ ছাড়া এভাবে কোনও প্লেয়ার বা ফ্র্যাঞ্চাইজির নাম বলা যায় না। আর যদি মাদুরাই কোনও প্রমাণ না দিতে পারে, তাহলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।’ এর পাশাপাশি তারা জানিয়েছে, ভেজা মাঠের কন্ডিশনের জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি দলকে তোয়ালে সরবরাহ করে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশন। খেলোয়াড়েরা আম্পায়ারের সামনে তোয়ালে দিয়ে বল মুছে শুকনো করতে পারবেন। এক অফিশিয়াল জানিয়েছেন, ‘শুধু টিএনপিএলের সরবরাহ করা তোয়ালে দিয়েই তাঁরা বল মুছে শুকনা করতে পারবেন। প্রতি ছক্কার পর কিংবা আউটের পর আম্পায়াররা নিয়মিত বল পরীক্ষা করেন এবং তাঁরা ওই ম্যাচে কোনো সমস্যা খুঁজে পাননি।’
