২ দিন আগেই দল ঘোষণা ইংল্যান্ডের, ভারতীয় দলের একাদশ কেমন হবে?
স্পোর্টস ডেস্ক: একেবারে ভয়ডরহীন ইংল্যান্ড। কোহলি-রোহিতহীন ভারতীয় দলের বিরুদ্ধে খেলতে নামার ৪৮ ঘণ্টা আগেই প্রথম একাদশ জানিয়ে দিল ইংল্যান্ড। কোনও গোপনীয়তা নেই, কোনও রাখঢাকও নেই। লম্বা ব্যাটিং লাইনআপ। ওপেনিংয়ে ইংল্যান্ড দলে প্রথম একাদশে প্রত্যাশিতভাবেই রয়েছেন জ্যাক ক্রলি এবং বেন ডাকেট। তিন নম্বরে ব্যাট করবেন ওলি পোপ। চার নম্বরে ব্যাট করতে আসবেন এই মুহূর্তে বিশ্বের একনম্বর টেস্ট ব্যাটার জো রুট। পাঁচে হ্যারি ব্রুকস এবং ছ’নম্বরে অধিনায়ক বেন স্টোকস। উইকেটরক্ষক জ্যামি স্মিথ খেলবেন সাতে।
এরপর আছেন ক্রিস ওকস, ব্রেসন কার্স, জস টাং, এবং শোয়েব বশির সুযোগ পেয়েছেন বোলিং বিভাগে। উডস ও আর্চারহীন বোলিং বিভাগে অভিজ্ঞ পেসার একমাত্র ওকস। ভারত-ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে আগামী শুক্রবার, লিডসে। জানা গিয়েছে, প্রথম টেস্টে নিজেদের পছন্দমতো পিচ চেয়ে নিয়েছে ইংল্যান্ড। রানের ব্যাপারে পিচ কিউরেটর রবিনসন বলেছেন, ‘আমার মনে হয় প্রথম ইনিংসে ৩০০ রান ভাল স্কোর হবে। পরের দুই ইনিংসে আমাদের আরও বেশি রান দেখার সম্ভাবনাও রয়েছে। দেখা যাক কেমন হয়। আমার মনে হয় ব্যাট এবং বল উভয়ের জন্যই ভাল হবে’। তবে ভারতের ব্যাটিং অর্ডার কী হবে তা নিয়ে আগ্রহ সবার। ওপেনিংয়ে যশস্বী জয়সওয়াল থাকছেন। কে পার্টনার হবেন তাই দেখার। কেএল রাহুল, অভিমন্যু ঈশ্বরণ না সাই সুদর্শন। দীর্ঘ ৮ বছর পর টেস্টে কামব্যাক হয়েছে করুণ নায়ারের। ভারত এ দলের হয়ে ডাবল সেঞ্চুরিও করেছেন। তাঁকে চার নম্বরে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।তবে চার নম্বরে দেখা যেতে পারে ক্যাপ্টেন শুভমন গিলকেও। সেক্ষেত্রে পাঁচ নম্বরে দেখা যাবে অভিজ্ঞ করুণ নায়ারকে। ছয় নম্বরে খেলবেন ঋষভ পন্থ। এরপর হয়তো রবীন্দ্র জাদেজা। শার্দুল ঠাকুর খেলবেন না নীতিশ রেড্ডি খেলবেন তা নিয়েও প্রশ্ন রয়েছে। তিন পেসার খেলবেন জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ এবং প্রসিধ কৃষ্ণ।
প্রথম ম্যাচে ইংল্যান্ডের প্রথম একাদশ
বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস, জেমি স্মিথ, ক্রিস ওকস, জস টাং, ব্রেসন কার্স, শোয়েব বশির।