পরনে সাদা চুড়িদার, মুখে নেই রূপটান, প্রাক্তন সঞ্জয়ের শেষকৃত্যে গেলেন করিশ্মা!
এন্টারটেইনমেন্ট ডেস্ক: সঞ্জয় কাপুরের মৃত্যুর পর কেটে গিয়েছে প্রায় ৬ দিন। গত ১২ জুন লন্ডনে মৃত্যু হয়েছে জনপ্রিয় শিল্পপতির। প্রাথমিকভাবে নাগরিকত্ব সংক্রান্ত কিছু আইনি বাধার কারণে এক দেশ থেকে অন্য দেশ মরদেহ নিয়ে আসায় কিছুটা সমস্যা দেখা দিলেও এই মুহূর্তে সেই সমস্যার সমাধান হয়েছে বললেই চলে।
অন্য দিকে, প্রাক্তন স্বামীর মৃত্যুর পর অন্তরালেই ছিলেন অভিনেত্রী করিশ্মা কাপুর। অবশেষে দেখা মিলল তাঁর। বৃহস্পতিবার সকালবেলাই মুম্বই বিমানবন্দরে দেখা গেল তাঁকে।
পরনে সাদা সালোয়ার-কামিজ, চোখে কালো রোদ চশমা। মুখে রূপটানের লেশমাত্র নেই। গাড়ি থেকে নেমেই মুম্বইয়ের কালিনা বিমানবন্দরের দিকে এগিয়ে যান তিনি। সঙ্গে ছিল দুই ছেলেমেয়ে সামাইরা ও কিয়ান। জানা যায়, দিল্লির উদ্দেশে রওনা দিয়েছেন তাঁরা। সেখানেই বিকেল ৫টায় সম্পন্ন হবে সঞ্জয়ের শেষকৃত্য। তার পর ২২ জুন রাজধানীর তাজ প্যালেস হোটেলের দরবার হবে স্মরণসভা।