যশস্বী-শুভমনের জোড়া সেঞ্চুরি, বিরাট-রোহিত পরবর্তী ভারতের দাপট প্রথম দিনই

0




ইংল্যান্ডের মাটিতে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথমদিন ছিনিমিনিই করল যেন শুভমনের ভারত। হ্যাঁ, কোহলিহীন ভারত, রোহিতহীন ভারতই। এ যেন আধুনিক ভারত, নতুন ভারত। বাজবলের বিরুদ্ধে ভয়ডরহীন। যেখানে যশস্বীর যশ, ক্যাপ্টেনের মাস্তানি, পন্থের দাপটে নাজেহাল স্টোকসরা। প্রথম দিনের শেষে ভারতের রান ৩ উইকেট হারিয়ে ৩৫৯। অধিনায়ক শুভমন গিলের সঙ্গে হাফসেঞ্চুরি করে অপরাজিত আছেন সহ-অধিনায়ক ঋষভ পন্থ। এর আগে সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল।

হেডিংলিতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন বেন স্টোকস। তিনি হয়তো ভেবেছিলেন রোহিত-বিরাটহীন ভারতকে সহজেই মুড়িয়ে ফেলা যাবে। কিন্তু কে জানত যশস্বী-রাহুল জুটি নতুন গল্প লেখা শুরু করবেন আধুনিক ভারতের। যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের পার্টনারশিপে ওঠে ৯১ রান। রাহুল আউট হন ৪২ রানে। এরপর অবশ্য দ্রুত শূন্য হাতে ফিরে যান অভিষেক ইনিংস খেলতে নামা সাই সুদর্শন। টিঁকেছেন মাত্র ৪ বল। এরপর আবার শিঁরদাড়া সোজা করে লড়াই শুরু করেন যশস্বীর সঙ্গে অধিনায়ক শুভমন। হাতে চোট নিয়েও ঝকঝকে সেঞ্চুরি উপহার দেন যশস্বী। চা-পানের বিরতির ঠিক পরেই ১০১ রানে আউট হন তিনি। এরপর ঋষভ পন্থকে নিয়ে বাকি দিন লড়াই করেন শুভমন।

১৪০ বলে করলেন টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি করলেন ভারত অধিনায়ক। প্রথম দিনের শেষে তিনি অপরাজিত আছেন ১২৭ রানে। অন্যদিকে ৬৫ রানে অপরাজিত রয়েছেন ঋষভ পন্থ। ৬টি চারের পাশাপাশি আছে ২টি চার। অধিনায়ক ও সহ-অধিনায়কের জুটিতে উঠেছে ১৩৮ রান। যশস্বী-শুভমনের জুটিতে ওঠে ১২৯ রান। বিদেশের মাটিতে একই দিনে জোড়া শতরান, একটি অর্ধশতরান, সাড়ে তিনশোর বেশি রান, ভারত এগোচ্ছ। কোথায় থামে তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed