আগেই চলে গিয়েছেন রিমা লাগু, এ বার প্রয়াত প্রাক্তন স্বামী বিবেকও, কী ভাবে মৃত্যু অভিনেতার?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: হিন্দি এবং মারাঠী ইন্ডাস্ট্রিতে একাধিক ছবি করেছেন। যদিও নেটিজেনরা অভিনেতাকে চেনেন রিমা লাগুর স্বামী হিসবেই। ২০১৭ সালে হৃদ্রোগে আক্রান্ত হয়ে মাত্র ৫৯ বছর বয়সে প্রয়াত হন অভিনেত্রী। এ বার চলে গেলেন স্বামী বিবেক লাগু। গত ১৯ জুন সন্ধেতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার মৃত্যুর খবর দিলেন মেয়ে মৃন্ময়ী লাগু। মৃত্যুকালে অভিনেতার বয়স হয়েছিল ৭১। যদিও মৃত্যুর কারণ অধরা।
সমাজমাধ্যমে মৃন্ময়ী লেখেন, ‘আমরা এক সঙ্গে অনেক ঝগড়া করেছি, এ বার বিদায় জানানোর পালা। আমার বাবা, আমার বন্ধু, আমার পথপর্দশক, আমার সব থেকে বড় অনুপ্রেরণা। একজন কন্যার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ বাবা তুমি, তোমাকে খুব মনে পড়বে।’’ রিমা এবং বিবেকের কন্যাও মৃন্ময়ীও বেশ পসার জমিয়ে ফেলেছেন ইন্ডাস্ট্রিতে। ‘থাপ্পড়’, ‘স্কুপ’-এর মতো জনপ্রিয় সিরিজে দেখা গিয়েছে তাঁকে।
পরিচয় হওয়ার মাত্র দু’বছরের মধ্যেই ১৯৭৮ সালে বিয়ে হয় রিমা ও বিবেকের। তাঁদের দাম্পত্য বেশিদিন স্থায়ী না হলেও পরিচিতি থেকেই গিয়েছে ইন্ডাস্ট্রিতে। হিন্দি এবং মারাঠী ইন্ডাস্ট্রিতে ছবি এবং থিয়েটারের জগতে নাম কামিয়েছিলেন প্রয়াত অভিনেতা বিবেক। ‘৩১ ডিভাস’, ‘হোয়াট অ্যাবাউট সাভারকর’, ‘আগলি’র মতো ছবির মাধ্যমে অনুরাগীদের মনে দাগ কেটেছিলেন তিনি।