বেশি বয়সে খেলতে এসেও রেকর্ড! চলে গেলেন কিংবদন্তি স্পিনার দিলীপ দোশী

0




ইংল্যান্ডেই খেলছে ভারতীয় দল। আর সেখানেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটের। চলে গেলেন দিলীপ দোশী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ভারতের প্রাক্তন বাঁ হাতি স্পিনারের। সোমবার লন্ডনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কয়েক দশক ধরে তিনি লন্ডনে বসবাস করছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। এক সময় বাংলার হয়ে ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। প্রাক্তন ক্রিকেটারের মৃত্যুতে শোকের আবহ গোটা ক্রিকেটবিশ্বে।
ক্লাসিক্যাল লেফট-আর্ম অ্যাকশনের জন্য দোশীর যথেষ্ট নামডাক ছিল। ৩০ বছর বয়সের পর টেস্ট অভিষেক হয় তাঁর। তাও ভারতের হয়ে ৩৩টি টেস্ট খেলেন। মোট ১১৪ উইকেট শিকার করেছেন। মাত্র ২৮ টেস্টে ১০০ উইকেট নিয়ে অনন্য রেকর্ডের মালিকও হন তিনি। এরমধ্যে ৬ ইনিংসে তিনি পাঁচটি করে উইকেটও শিকার করেছেন। ভারতের মাত্র ৯ জন ক্রিকেটার টেস্ট অভিষেকে ইনিংসে ৫ উইকেট নিয়েছেন। তাঁদের মধ্যে দিলীপ দোশি অন্যতম। ১৯৭৯ সালে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়। প্রথম ইনিংসে ৬ উইকেট তুলে নেন। দ্বিতীয় ইনিংসে ২। তিনিই হন ম্যাচ সেরা। পাশাপাশি ১৫টি একদিনের ম্যাচ খেলেন। ২২ উইকেট শিকার করেছিলেন। ১৯৮০-৮১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয় দোশীর। ১৯৭৯ থেকে ১৯৮৩ সাল পর্যন্ত দেশের জার্সিতে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে সৌরাষ্ট্র ও বাংলার হয়ে খেলেছেন দিলীপ দোশি। বাংলার প্রথমবার রঞ্জি ফাইনাল খেলার দলেও ছিলেন তিনি। কাউন্টি ক্রিকেটেও খেলেছেন। নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। রঞ্জিতে তাঁর উইকেট সংখ্যা ৩১৮। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯৮ উইকেট রয়েছে দিলীপের। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮৯৮ উইকেট রয়েছে দিলীপের।তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছে বিসিসিআই। সমাজ মাধ্যম এক্স হ্যান্ডেলে তাঁর আত্মার শান্তি কামনা করে পোস্ট করা হয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *