৪০ বছর পর ফের মহাকাশে ভারতীয়! রাকেশ শর্মার পর ইতিহাস লিখতে তৈরি শুভাংশু শুক্লারা
এন্টারটেইনমেন্ট ডেস্ক: প্রায় চার দশক আগে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। কাট টু ২০২৫। আবারও ভারতীয়। এ যেন ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী গোটা দেশ। মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা। বুধবার, অর্থাৎ ২৫ জুন দুপুর ১২ টা বেজে ১ মিনিটে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে রওয়া দিলেন তাঁরা।
অ্যাক্সিওম মিশনটি আমেরিকান মহাকাশ সংস্থা নাসা এবং ভারতের ইসরো-র একটি যৌথ উদ্যোগ। রাকেশ শর্মার পর শুক্লাই হলেন দ্বিতীয় ভারতীয় যিনি রওনা দিলেন মহাকাশের উদ্দেশে। এই মিশন পরিচালনার দায়িত্বে রয়েছেন তিনি। তাঁর সঙ্গে রয়েছেন মার্কিন কমান্ডার পেগি হুইটসন, পোল্যান্ডের মিশন বিশেষজ্ঞ স্লাভোজ উজানস্কি-উইজনিভস্কি এবং হাঙ্গেরির মিশন বিশেষজ্ঞ টিবোর কাপু।
উৎক্ষেপণের আগে, শুক্লা জানিয়েছিলেন, তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করতে চান তিনি। ঠিক যেমন ৪০ বছর আগে অনুপ্রেরণা জাগিয়েছিলেন রাকেশ শর্মা। ১৯৮৪ সালে মহাকাশে প্রথম ভারতীয় মহাকাশচারী শর্মা কক্ষপথে আট দিন কাটিয়েছিলেন। তিনি তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্যালিউট-৭ মহাকাশ স্টেশনে ছিলেন সেই সময়।