যৌন হেনস্থার অভিযোগ! তার উপর প্রকাশ্যে গালিগালাজ, সাজিদ খানকে নিয়ে সরব এষা গুপ্ত

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ছবিতে একসঙ্গে কাজ করলেও ক্যামেরা বন্ধ হলেই চলত বচসা। তা এক সময় এমন পর্যায় পৌছয় যে ছবি ছেড়েই বেরিয়ে আসতে চেয়েছিলেন তিনি। কথা হচ্ছে অভিনেত্রী এষা গুপ্তকে নিয়ে। ‘হামসকল’ ছবি করার সময়ে নাকি তাঁর সঙ্গে অভব্য আচরণ করেছিলেন সাজিদ খান। এমনিতেই তাঁর উপর একাধিক যৌন হেনস্থার অভিযোগ। এ বার অভিনেতাকে নিয়ে নীরবতা ভাঙলেন এষা। কী এমন হয়েছিল দু’জনের মধ্যে?

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তাঁকে প্রকাশ্যে গালিগালাজ করেছিলেন সাজিদ। যদিও পরে ক্ষমা চাইতে বাধ্য হন তিনি। এষা বলেন, “সাজিদ খানের সঙ্গে আমার তুমুল ঝগড়া হয়েছিল। যা এক সময়ে এমন পর্যায়তে পৌঁছয় যে আমি সেট ছেড়ে বেরিয়ে এসেছিলাম। ওঁ আমাকে গালিগালাজ করেছিল। পাল্টা আমিও শুনিয়ে দিই। আমার একদম পছন্দ নয় কেউ আমাকে এই ভাবে আক্রমণ করুক। তোমার উচিত অপরজনের সঙ্গেও সেইভাবে ব্যবহার করা যেমন ব্যবহার তুমি তাঁর কাছে প্রত্যাশা করছ।”

অভিনেত্রী আরও বলেন, “আমি ভেবেই নিয়েছিলাম যে ছবিটাতে আর থাকব না। কিন্তু পরে ছবির প্রযোজক আমার কাছে ক্ষমা চান। তারপর সাজিদও ক্ষমা চাইতে আসেন।” কিন্তু ঠিক কী কারণে বচসা বেঁধেছিল তাঁদের? যদিও সেই প্রশ্নের উত্তর দিতে নারাজ এষা বলেন, “কিছু মানুষ কথা বলার আগে ভাবে না। ঠিকাছে, এই ঘটনার অনেক বছর পেরিয়ে গিয়েছে। আমিও ভুলে গিয়েছি তাই আর এই নিয়ে কোনও কথা বলতে চাই না।”

এর আগে সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন একাধিক অভিনেত্রী। সেই তালিকাতেই জুড়েছিল নায়িকার নাম। এই প্রসঙ্গে এষা বলেন, “এটি অত্যন্ত ভুল তথ্য। আমি ওর বিরুদ্ধে কোনও অভিযোগ করি হেনস্থা নিয়ে। আমার সঙ্গে এমন কিছু ঘটেনি। সাজিদ আমাকে অকথ্য ভাষায় আক্রমণ করেছিলেন কিন্তু যৌন হেনস্থার শিকার হইনি আমি।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *