একদিকে বুমরাহ অনিশ্চিত, অন্যদিকে ইংল্যান্ড দলে ফিরলেন জোফ্রা আর্চার

0





একদিকে যখন দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহ খেলবেন কিনা ঠিক নেই, সেখানে ইংল্যান্ড দলে দীর্ঘদিন পর ফিরলেন জোফ্রা আর্চার। এজবাস্টনে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার সপ্তাহখানেক আগে ১৫ জনের দল জানিয়ে দিয়েছে ইংল্যান্ড দল।  চার বছর পর দলে ফিরেছেন পেসার জোফ্রা আর্চার। বলা যেতেই পারে, আর্চার দলে যুক্ত হওয়ায় কিছুটা হলেও চাপ বাড়ল ভারতের। কারণ, প্রথম টেস্ট সকলকে হতবাক করেই শেষ দিনে হেরে বসেছেন শুভমন গিলরা। দ্বিতীয় টেস্টে তাই জয়ে ফিরতে মরিয়া থাকবেন পন্থরা। প্রথম টেস্টে একমাত্র অভিজ্ঞ বলতে ছিলেন ক্রিস ওকস। আর্চার ফেরায় নিঃসন্দেহে শক্তি বাড়বে ভারতের প্রতিপক্ষ শিবিরের।  প্রথম ও দ্বিতীয় টেস্টের দলে শুধু একটাই বদল। আর্চার ফেরায় অবশ্য কাউকে বাদ পড়তে হয়নি। আগের টেস্টে ১৪ জনের দল ছিল। আর এই টেস্টে ১৫ জনের দল। শেষবার ২০২১ সালে ভারত সফরে লাল বলের ক্রিকেট খেলেছিলেন আর্চার। তারপর থেকে কনুই ও পিঠের চোটে অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হয়েছে আর্চারকে। মাঝের চার বছরে মাত্র সাতটা সাদা বলের ম্যাচ খেলেছেন তিনি। চোট সারিয়ে গত আইপিএলে নেমেছিলেন আর্চার। সেখানেই আবার আঙুলে চোট পান তিনি। ফলে প্রথম টেস্টে খেলতে পারেননি আর্চার। কিন্তু আর্চার ঢোকা মানেই একাদশে নিশ্চিত এমনটা বলা যাচ্ছে না এত তাড়াতাড়ি। তাঁর প্রথম একাদশ এখনই নিশ্চিত নয়, এমনটাই মনে করেন সতীর্থ মার্ক উড। উড বলেন, ‘আমরা নিজেদের লড়াই লড়ছি। আর্চার তৈরি। কিন্তু ইংল্যান্ডের দলে ভাল পেসারের অভাব নেই। তাই দলে ঢোকা মানেই প্রথম একাদশ নিশ্চিত নয়’।

ইংল্যান্ডের ১৫ সদস্যের দল— বেন স্টোকস (অধিনায়ক), জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জেমি স্মিথ, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জশ টং, শোয়েব বশির, জেকব বেথেল, জেমি ওভারটন, স্যাম কুক, জোফ্রা আর্চার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed