দাদার বাড়িতে জমিয়ে আপ্যায়ন! কলকাতায় এসে আলুপোস্ত, মাছেই মজলেন সারা-আদিত্য
এন্টারটেইনমেন্ট ডেস্ক: গত বৃহস্পতিবার বেহালায় দাদার বাড়ির সামনে অন্যদিনের তুলনায় যেন একটু বেশিই ভিড়! যদিও তার কারণ স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায় তো রয়েছেনই। তবে মূল কারণটা সাধারণের বুঝে ওঠার আগেই ছবিশিকারিদের ক্যামেরা একফ্রেমে ধরে ফেলেছে সারা আলি খান এবং আদিত্য রায় কাপুরকে। তাঁদের আসন্ন ছবি ‘মেট্রো ইন দিনো’র প্রচারে এসেছিলেন কলকাতায়। বৃহস্পতিবারের বৃষ্টিভেজা বিকেলে প্রথমে ইডেনে ম্যাচ উপভোগ, তারপরই সোজা বেহালায় মহারাজের বাড়ি।
কলকাতায় এসেছেন, আর বাঙালি খাবার উপভোগ করবেন না, তা কীভাবে হয়! সৌরভের বাড়িতে তাই আদ্যোপান্ত বাঙালি ভোজেই মজলেন সারা-আদিত্য। কী কী ছিল পাতে? সবথেকে পছন্দ হল কোনগুলি? রাতে দাদার বাড়ির সামনেই সাংবাদিকদের মুখোমুখি হন তারকাজুটি।
সারা বলেন, “এত আপ্যায়ন করে খাওয়ালেন যে বলে প্রকাশ করতে পারব না।” তারপরেই সৌরভের দিকে তাকিয়ে অভিনেত্রীর প্রশ্ন, “ওই আলুর পদ টা কী ছিল?” সৌরভ হেসে উত্তর দেন, “আলুপোস্ত”। পাশ থেকে আদিত্য বলেন, “আর মাছও ছিল”। সারা বলেন, “হ্যাঁ, মাছটাও দারুণ ছিল। অনেক ধন্যবাদ দাদাকে আমাদের এত ভাল করে খাওয়ানোর জন্য।” আগামী মাসেই মুক্তি পাচ্ছে তাঁদের আগামী ছবি ‘মেট্রো ইন দিনো’।
