‘প্রহ্লাদ’ হবেন কি ‘বিধায়ক’? কোন দিকে এগোবে ‘ফুলেরা’র ভবিষ্যৎ? শীঘ্রই আসছে ‘পঞ্চায়েত ৫’!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মঞ্জু দেবী (নীনা গুপ্তা) বনাম ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার), এই দু’য়ের নির্বাচনী লড়াইয়ে জমে উঠেছিল বহুপ্রতিক্ষিত ‘পঞ্চায়েত ৪’-এর গল্প। যদিও সিজনের শেষে ফুলেরা গ্রামের ‘প্রধান’ তথা রঘুবীর যাদবের মুখ থুবড়ে পড়া মেনে নিতে কিছুটা কষ্টই হয়েছে বটে অনুরাগীদের। অন্যদিকে বিধায়ক পদে ‘প্রহ্লাদ চা’ অর্থাৎ ফয়সল মালিককে দেখা যাবে কি না, সেই দিকেও তাকিয়ে রয়েছেন তাঁরা। সেই সবকিছুই হয় তো স্পষ্ট হবে সিরিজের পরবর্তী সিজনে। কিন্তু কবে আসছে ‘পঞ্চায়েত ৫’? এ বার তারই মিলল উত্তর।

‘পঞ্চায়েত’-এর প্রথম সিজন মুক্তি পায় ২০২০ সালে। তার পর দু’বছর অপেক্ষার পর আবার দ্বিতীয় সিজন ২০২২তে। তার পর আবারও ঠিক দু’বছরের অপেক্ষা। ২০২৪তে যখন এই সিরিজের তৃতীয় সিজন মুক্তি পায়, দর্শক প্রায় ধরেই নিয়েছিলেন, হয় তো এ বার দু’বছর পরই আসবে পরবর্তী সিজন। কিন্তু সম্প্রতি সেই ধারণা ভুল প্রমাণিত করেই চতুর্থ সিজন প্রকাশ্যে এনেছেন নির্মাতারা। এ বার পঞ্চম সিজনের অপেক্ষা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিরিজের লেখক চন্দন কুমার জানান, পঞ্চম সিজনের কাজ প্রায় শেষ। এ বার শুধু শুটিং শুরুর পালা। এই প্রসঙ্গে ‘পঞ্চায়েত’ সিরিজের ‘রিঙ্কি’ চরিত্রের অভিনেত্রী সানভিকাও দিয়েছেন সবুজ সংকেত। তিনি বলেন, “আশা করা হচ্ছে হয়ত আগামী বছরের মাঝামাঝি বা আগামী বছরের কোনও এক সময়ে এই সিজন মুক্তি পাবে। আমরা সম্ভবত পঞ্চায়েত সিজন ৫-এর জন্য শ্যুটিং শুরু করব এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *