‘আপিস’-এর ব্যস্ততার ফাঁকেই মন ভাল করা উপহার! ও পার থেকে চঞ্চল পাঠালেন সুদীপ্তাকে…
এন্টারটেইনমেন্ট ডেস্ক: কালো-সাদার রেখায় যেন স্পষ্ট জীবনের রঙহীন বাস্তব। কপালে ছোট্ট টিপ, মুখে গভীর ক্লান্তির ছাপ, চোখে একরাশ অব্যক্ত কথা—এই এক ছবিতেই যেন সুদীপ্তা চক্রবর্তীর পুরো ‘আপিস’ সিনেমার হাসি বেঁচে উঠেছে। নিছক একটি স্কেচ নয়, যেন এক সংগ্রামী নারীর জীবনের দলিল। আর এই ছবি যখন আসে একজন অভিনেতার হাত থেকে, তা শুধু বন্ধুত্বের নয়, এক শিল্পীর প্রতি আরেক শিল্পীর নির্ভেজাল শ্রদ্ধারও প্রতিফলন বটে।
চঞ্চল চৌধুরী, দুই বাংলারই জনপ্রিয় অভিনেতা হওয়ার পাশাপাশি তার আরও একটি পরিচয় আছে। অনেকেই জানেন না, তিনি যেন একজন দত্ত অভিনেতা, তেমনই একজন দক্ষ শিল্পীও। তাঁর আঙুলের টানে জীবন্ত হয়েছেন অনেকেই। সদ্যই সুদীপ্তাকে নিজে হাতে এঁকে একটি ছবি উপহার দিয়েছেন তিনি। অভিনেত্রীরই ছবি ফুটে উঠেছে সাদা-কালো রেখায়।
সেই ছবি পোস্ট করে সুদীপ্তা চক্রবর্তী লিখলেন, ‘বন্ধু ও সহকর্মী চঞ্চল চৌধুরী নিজে হাতে এঁকে ও পার বাংলা থেকে পাঠালেন এই ছবি।’ এমন উপহার পেলে কে না খুশি হন! তিনি লেখেন, “দারুণ খুশি হয়েছি। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না তাঁকে। শুধু আনন্দটুকু ভাগ করে নিলাম। ‘হাসি’ এভাবেই গেঁথে যাক সবার মনে।”
