‘অনির্বাণের শুটিং নিয়ে ফেডারেশন অবগত ছিল না’, শুটিং বন্ধ নিয়ে মুখ খুললেন স্বরূপ বিশ্বাস
এন্টারটেইনমেন্ট ডেস্ক: ফের অচলাবস্থা, ফের শুটিং বন্ধ। সপ্তাহের প্রথমদিন সেই ফাঁপরেই পড়লেন অনির্বাণ ভট্টাচার্য। মিউজিক ভিডিয়োর শুটিংয়ের দিন আসেননি টেকনিশিয়ানরা। এর পরেই সংবাদ মাধ্যমের মুখোমুখি হন তিনি।
ফেডারেশন বনাম পরিচালক গিল্ডের সংঘাত নতুন নয়! গতবছর থেকেই একাধিকবার খবরে উঠে এসেছে এই বিষয়টি। এমনকি তা পৌঁছেছে আদালত পর্যন্তও। তা হলে কি এই সংঘাত এবং প্রতিবাদেরই মাশুল গুনতে হচ্ছে অনির্বাণকে? উত্তরে তিনি বলেন, “এটা না বোঝার মতো কিছুই নেই। আমাকে যে বয়কট করা হচ্ছে সেটা বুঝতেই পারছি বারবার আমার কাজ আটকে দিয়ে।” সেই সঙ্গেই প্রসঙ্গ উঠে আসে ‘বয়কট’ নিয়েও।
কাকতালীয়ভাবে এই একইদিনেই সাংবাদিক সম্মেলন রাখে ফেডারেশনও। এই প্রসঙ্গে সভাপতি স্বরূপ বিশ্বাসের কাছে উত্তর জানতে চাওয়া হলে তিনি বলেন, “অনির্বাণবাবুর শুটিং বন্ধ হওয়া নিয়ে কোনওরকমভাবে অবগত ছিল না ফেডারেশন। আমাদের কাছে কোনও তথ্য নেই।”
এ দিন, স্বরূপ বিশ্বাসের এই সম্মেলনে উপস্থিত ছিলেন ছোটপর্দার প্রায় সকল প্রযোজকেরাই। তাঁর মতে, নির্বিঘ্নেই কাজ করে চলেছেন তাঁরা। তা হলে কি একেবারেই ‘একঘরে’ করে দেওয়া হল অনির্বাণকে? যদিও এই প্রসঙ্গে অভিনেতা তথা পরিচালককে প্রশ্ন করা হলে তিনি বলেন, “আমি তো ‘রঘু ডাকাত’-এও অভিনয় করলাম। তখন মনে হয়নি এই সংঘাত কাজের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে বলে। কিন্তু ‘রঘু ডাকাত’-এর পরে যখন নিজের ব্যন্ডের জন্য মিউজিক প্রোডিউস করার কথা ভাবছি, তখন সেটা হচ্ছে না। এই মুহূর্তে আমার হাতে কোনও অভিনয়ের কাজ নেই। এখন যদি দেখি, মাস ছয়েক আমার কাছে কোনও অভিনয়ের প্রস্তাব আসছে না, তা হলে বুঝব আমার বোধ হয় ঘটি-বাটি-চাটি হয়ে গেল! মানে আমার অভিনয়টাও বন্ধ হয়ে গেল। কারণ আমাকে এখনও পর্যন্ত কেউ কোনও ছবি বা সিরিজে অভিনয় করার প্রস্তাব দেননি। আর এটা শুরু হয়েছে আমাদের কোর্টে যাওয়ার পর থেকেই।”
