ব্রাজিলিয়ান জাদু! ইন্টারের বিদায়ে লাওতারোর বার্তা, লড়তে না চাইলে ক্লাব ছাড়ো

0

স্পোর্টস ডেস্ক: ক্লাব বিশ্বকাপে ফের ব্রাজিলিয়ান ক্লাবের জাদু। তাতেই শেষ ষোলোতে ইউরোপিয়ান পাওয়ার হাউস ইন্টার মিলানের বিদায়। ব্রাজিলিয়ার ক্লাব ফ্লুমিনেন্সের কাছে ২-০ গোলে হার। স্বাভাবিকভাবেই ক্ষোভ উগড়ে দিতে সময় লাগেনি কারোরই। ম্যাচ শেষে এক সাক্ষাৎকারে অধিনায়ক লাওতারো মার্তিনেজ বলেন, ‘প্রথমার্ধেই আমরা ম্যাচের বাইরে ছিলাম। একদিকে ভুল পাস, অন্যদিকে সহজ সুযোগ নষ্ট—সব মিলিয়ে ম্যাচটা আমাদের হাতছাড়া হয়ে যায় শুরুতেই।’

এরপরই সটান বলেন দেন, ‘যাঁদের মধ্যে লড়াইয়ের আকাঙ্ক্ষা নেই, তাঁরা যেন ক্লাব ছেড়ে চলে যান’। হতাশার কারণও আছে। এক মাস আগেই তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির কাছে হেরেছিল। এবার ফিফা ক্লাব বিশ্বকাপে ইন্টারের যাত্রা থামলো শেষ ষোলোতে। ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেয় ব্রাজিলের ফ্লুমিনেন্স। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব দেখায় তারা। খেলা শুরুর মাত্র ৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন জার্মান কানো। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে ফ্লুমিনেন্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন হারকিউলিস। অন্যদিকে ইন্টার তাদের মূল একাদশ নামালেও লাওতারো মার্তিনেজ ও থুরামরা গোলের মুখ খুলতে ব্যর্থ হন। ৪০ বছর বয়সি থিয়াগো সিলভার নেতৃত্বে ফ্লুমিনেন্সের রক্ষণভাগ ছিল দুর্ভেদ্য। যা এই ম্যাচে হয়ে উঠেছিল এক্স ফ্যাক্টর।

এই জয়ে দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে বিশ্বকাপের শেষ আটে উঠল ফ্লুমিনেন্স। ফ্লুমিনেন্স-ইন্টার মিলান ম্যাচে শারীরিক শক্তি প্রদর্শনের খেলাও হয়েছে। ১৫ ও ১৬ বার ফাউল করেছে ইন্টার মিলান ও ফ্লুমিনেন্স। ছয়বার রেফারিকে হলুদ কার্ড বের করতে হয়েছে। যার মধ্যে চারটি দেখেছে ব্রাজিলের ক্লাব। অপর দুই হলুদ কার্ড দেখানো হয়েছে ইন্টারকে। কোয়ার্টারে তাদের মুখোমুখি হবে সৌদি আরবের দল আল হিলাল। উল্লেখ্য, এই ক্লাব বিশ্বকাপে ইন্টার চার ম্যাচে মাত্র দুটি জয় পায় এবং ইউরোপের কোনো দলের মুখোমুখি হওয়ার আগেই বিদায় নেয়। লাউতারো নিজে করেছেন দুটি গোল, কিন্তু দল হিসেবে পারফরম্যান্স ছিল অনেকটাই হতাশাজনক।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *