২২ জুন বিয়ে! মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ বছরের দিয়োগো জোতা
স্পোর্টস ডেস্ক: একমুহূর্তে সব শেষ। মাত্র ২৮ বছরের দিয়োগো জোতা। অন্যতম সেরা ফরোয়ার্ড। এত গোল এত পুরস্কার জয়। সব শেষ। মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু লিভারপুল ও পর্তুগালের তারকা ফুটবলার দিয়োগো জোতার। রেহাই পাননি তাঁর ভাইও। দুর্ঘটনায় নিহত হয়েছেন জোতার ২৬ বছর বয়সী ভাই আন্দ্রেও, যিনি পেনাফিয়েল ক্লাবের হয়ে খেলতেন। স্পেনের জামোরা প্রদেশের এ-৫২ হাইওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই তারকাই। মাত্র দুই সপ্তাহ পর, যখন জোতা তার দীর্ঘদিনের প্রেমিকা রুতে কার্দোসোর সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হন। সেই বিয়ের ছবিতে তাদের তিন সন্তানকেও দেখা গিয়েছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘২২ জুন, ২০২৫। চিরকালের জন্য হ্যাঁ।’ সেই চিরকালটা বড্ড ক্ষণস্থায়ীই হল।
পর্তুগিজ ও স্প্যানিশ বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে স্পেনের জামোরা প্রদেশের এ–৫২ মহাসড়কে। ২৮ বছর বয়সী এ পর্তুগিজ ফুটবলার তাঁর ভাই আন্দ্রেকে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপরই গাড়িতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রাই জরুরী বিভাগে ফোন করে। পুলিশ-দমকল দ্রুত এলেও শেষরক্ষা হয়নি। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় অগ্নিনির্বাপকর্মীদের বয়ানেই উঠে এসেছে দুই ফুটবলারের মৃত্যুর খবর। ২০১৪ সালে পর্তুগালের ক্লাব পাকোস দে ফেরেইরায় পেশাদার কেরিয়ার শুরু করেন জোতা। ২০১৭–১৮ মরসুমে উলভারহ্যাম্পটনের হয়ে জেতেন লিগ কাপ। ২০২০ সালে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স থেকে লিভারপুলে যোগ দিয়েছিলেন জোতা।
এরপর ১৮২টি ম্যাচ খেলে ৬৫টি গোল ও ২৬টি অ্যাসিস্ট করেন। এই সময়ে লিভারপুলকে দুটি প্রিমিয়ার লিগ জেতাতে বড় ভূমিকা রাখেন। ২০২১–২২ ময়সুমে এফএ কাপও জিতেছিলেন জোতা। পর্তুগালের হয়ে নেশনস লিগ জিতেছেন দুবার—২০১৯ সালের জুনে এবং গত জুনে। ক্লপের অধীনে জোতার উত্থান ছিল দারুণ গল্পের মতো। পরবর্তীতে আর্নে স্লটের অধীনে লিভারপুলের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন তিনি। তার এই অকাল মৃত্যু লিভারপুল, পর্তুগাল এবং বিশ্ব ফুটবলের জন্য এক অপূরণীয় ক্ষতি।