মাঝমাঠের ভরসা! আরও ২ বছরের জন্য সৌভিককে রেখে দিল ইস্টবেঙ্গল

0

স্পোর্টস ডেস্ক: লাল হলুদ সমর্থকদের জন্য খুশির খবর। আরও দুই বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন অভিজ্ঞ ফুটবলার সৌভিক চক্রবর্তী। ২০২৬-২৭ মরসুমের শেষ পর্যন্ত লাল-হলুদ জার্সি পরে খেলবেন সৌভিক । ২০২২ সালে হায়দরাবাদ এফসি থেকে ইস্টবেঙ্গলে যোগ দেওয়ার পর থেকেই দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন সৌভিক । ক্লাবের হয়ে ৬৫টি ম্যাচে অংশ নিয়ে ৪,৬০১ মিনিট মাঠে কাটিয়েছেন তিনি। একটি গোল করার পাশাপাসি একটি গোলে সহায়তা করেছেন। গত মরশুমে এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের ম্যাচে থিম্পুতে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ৪-০ ব্যবধানে জয়ের ম্যাচে গোল করেছিলেন সৌভিক।

গত কয়েক মরশুম ধরেই ইস্টবেঙ্গল মাঝ মাঠের ভরসা হয়ে উঠেছেন সৌভিক। দলের অধিনায়কত্বও করেছেন। দলের একমাত্র বাঙালি যিনি প্রায় সব ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। পেয়েছেন কোচদের ভরসার জায়গাও। তাই তাঁকে ধরে রাখার সিদ্ধান্তই নিল ক্লাব কর্তৃপক্ষ। চুক্তি নবীকরণের কথা ঘোষণা করে ইস্টবেঙ্গলের হেড অফ ফুটবল থাংবই সিংটো বলেন, ‘সৌভিকের চুক্তি দুই বছরের জন্য নবীকরণ করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। ওর বহুমুখিতা ও অধ্যবসায়ের জন্য সে দলের অনন্য অংশ। বাংলার ছেলে সৌভিক ইস্টবেঙ্গলের মুল্যবোধকে ফুটবলের মাঠে তুলে ধরে। প্রায় ১৫০টি আইএসএল ম্যাচ খেলা মিডফিল্ডারদের মধ্যে সৌভিক একজন। দলের জুনিয়ররা ওর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে।’

ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজো বলেছেন, ‘সৌভিকের চুক্তি নবীকরণ শুধুমাত্র একজন ভাল মানের খেলোয়াড়কে ধরে রাখার বিষয় নয়, এটি আমাদের দলের পরিচয়, লড়াই ও উৎসর্গের প্রতি শ্রদ্ধার প্রতিফলন । ও দলের মধ্যে যে সম্মান অর্জন করেছে, তা প্রশংসার দাবি রাখে ।’ আর সৌভিক নিজে বলেছেন, ‘তিন মরসুম ধরে এই আইকনিক ক্লাবের প্রতিনিধিত্ব করা অত্যন্ত গর্বের বিষয়। আমি ইস্টবেঙ্গলের হয়ে সুপার কাপ জিতেছি এবং অনেক দুর্দান্ত অভিজ্ঞতা অর্জন করেছি। আমি আগামী দুই মরশুমে আরও ভালো পারফর্ম করার চেষ্টা করব এবং একজন সিনিয়র খেলোয়াড় হিসেবে, তরুণদের ক্লাবে আরও সাফল্য আনতে অনুপ্রাণিত করব। জয় ইস্টবেঙ্গল!’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *