হাই ‘ফাইভ’! চতুর্থ সিজন জনপ্রিয় হতেই নতুন সিজনের ঘোষণা! কবে আসছে ‘পঞ্চায়েত ৫’?
এন্টারটেইনমেন্ট ডেস্ক: মঞ্জু দেবী (নীনা গুপ্ত) বনাম ক্রান্তি দেবী (সুনীতা রাজওয়ার), এই দু’য়ের নির্বাচনী লড়াইয়ে জমে উঠেছিল বহুপ্রতিক্ষিত ‘পঞ্চায়েত ৪’-এর গল্প। কিন্তু সিজনের শেষ দৃশ্যে একটু হতাশই হয়েছেন দর্শকরা। নির্বাচনে ভূষন (দুর্গেশ কুমার) এবং মঞ্জু দেবীর জিতে যাওয়া, অন্য দিকে প্রধান (রঘুবীর যাদব)-এর হেরে যাওয়া যেন ছিল কাহিনির অপ্রত্যাশিত মোড়। গত ২৪ জুন মুক্তি পেয়েছিল এই সিরিজের চতুর্থ সিজনটি। তারপর থেকেই দর্শকদের দিন গোনা শুরু। কবে আসবে নতুন সিজন? কোনদিকেই বা এগোবে সিরিজের গল্প? সোমবার সেই অপেক্ষারই অবসান হল অবশেষে।
প্রাইম ভিডিয়োর তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল, ‘পঞ্চায়ের ৫’-এর মুক্তির কথা। যদিও তার জন্য একটু অপেক্ষা করতে হবে দর্শকদের। কারণ, আগামী বছর মুক্তি পাবে এই নতুন সিজন।
যদিও খুব শীঘ্রই যে সিরিজের নতুন সিজনের ঘোষণা আসতে চলেছে, তা আগেই আঁচ করতে পেরেছিলেন অনুরাগীরা। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সিরিজের লেখক চন্দন কুমার জানান, পঞ্চম সিজনের কাজ প্রায় শেষ। এ বার শুধু শুটিং শুরুর পালা। এই প্রসঙ্গে ‘পঞ্চায়েত’ সিরিজের ‘রিঙ্কি’ চরিত্রের অভিনেত্রী সানভিকাও দিয়ে ছিলেন সবুজ সংকেত। তিনি বলেন, “আশা করা হচ্ছে হয়ত আগামী বছরের মাঝামাঝি বা আগামী বছরের কোনও এক সময়ে এই সিজন মুক্তি পাবে। আমরা সম্ভবত পঞ্চায়েত সিজন ৫-এর জন্য শ্যুটিং শুরু করব এই বছরের শেষের দিকে অথবা আগামী বছরের শুরুর দিকে। চিত্রনাট্যের কাজ প্রায় শেষ।”