একটু একটু করে সর্বস্বান্ত আলিয়া! দু’বছর ধরে টের পায়নি কাকপক্ষীও, গ্রেফতার তাঁর আপ্তসহায়ক
এন্টারটেইনমেন্ট ডেস্ক: টের পায়নি কাকপক্ষীও। দু’বছর ধরে জালিয়াতি করে গিয়েছেন আলিয়া ভাটের সঙ্গে। তিনি অভিনেত্রীর প্রাক্তন আপ্তসহায়ক বেদিকা প্রকাশ শেট্টি। একটা সময় নায়িকার যাবতীয় কাজকর্ম সামলাতেন তিনিই। আর্থিক লেনদেনের মতো গুরুদায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেই সূত্র ধরেই সকলের অজান্তে আলিয়ার প্রযোজনা সংস্থা, ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড এবং তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে ৭৬ লক্ষ ৯০ হাজার ৮৯২ টাকা তছরুপ করেছেন তিনি।
খবর প্রকাশ্যে আসতেই তোলপাড় নেটমাধ্যম। বেদিকার কুকীর্তি প্রকাশ্যে আসে যখন আলিয়ার মা সোনি রাজদান তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। সোনি তাঁদের প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধারও। বছরের শুরুতে জুহু থানায় দায়ের হওয়া তাঁর অভিযোগের ভিত্তিরেই গ্রেফতার করা হয়েছে বেদিকাকে। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ (ফৌজদারি বিশ্বাস লঙ্ঘন) এবং ৪২০ (প্রতারণা) ধারায় মামলা উঠেছে।
পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের মে থেকে ২০২৪ সালের অগস্ট— এই দু’বছর ধরে বেদিকা আর্থিক তছরুপি চালিয়ে গিয়েছেন লোকচক্ষুর আড়ালে। সবকিছু স্পষ্ট হতেই বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে এবং পাঁচ দিনের ট্রানজিট রিমান্ডে মুম্বইয়ে আনা হয়েছে। মঙ্গলবার তাঁকে আদালতে পেশও করা হয়।
