‘তোমাকে অনেকটা ভালবাসি’, বিচ্ছেদের জল্পনা উড়িয়ে অভিষেককে লিখলেন শার্লি

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বিয়ের পাঁচ মাসও পার হয়নি, তার আগেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নবদম্পতিকে নিয়ে নানা জল্পনা। পর্দার ‘রোহিত’এবং ‘শালিনী’। হ্যাঁ, ‘ফুলকি’ ধারাবাহিকের খলনায়িকা শার্লি মোদকের গলাতেই বাস্তবে মালা দিয়েছিলেন অভিষেক বসু। এ বার তাঁদের বিচ্ছেদের জল্পনাতেই ঘুম উড়েছে নাকি অনুরাগীদের।

সম্প্রতি অভিষেক এবং শার্লি, উভয়েরই ইনস্টাগ্রাম স্টোরিতে নজর আটকায় নেটিজেনদের। একদিকে নায়ক যেমন শেয়ার করেন, ‘কিছু বিষয় আপনার হৃদয় ভেঙে দেয়, কিন্তু আপনার দৃষ্টিকে পরিষ্কার করে দেয়।’ অন্য দিকে তেমনই পাল্টা ইঙ্গিতপূর্ণ পোস্ট সদ্য বিবাহিতা নায়িকারও। তাঁর স্টোরিতে লেখা, ‘কোনও কিছুই স্থায়ী নয়।’ এই ধরনের পোস্ট দেখে ভক্তদের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক, তবে কি নতুন জুটির সংসারে টানাপড়েন?

বিতর্ক বাড়তেই সবটা খোলসা করলেন তারকাদম্পতি নিজেরাই। বিচ্ছেদের জল্পনা উড়িয়ে একে অপরকে দু’জনে লিখলেন, ‘তোমাকে অনেকটা ভালবাসি।’ শুধু তাই নয়, ইনস্টাগ্রামের পোস্টে আরও লেখা, ‘তোমার সঙ্গে সারাটাজীবন কাটিয়ে দিতে চাই। তোমাকে অনেকটা ভালবাসি, জীবনের শেষ দিন পর্যন্ত, হাত ধরে ভিজব দু’জনে। জলরঙে আঁকা হয়ে থাকবে ভালবাসার এক নিঃশব্দ অধ্যায়।’

আসলে এই বিশেষ পোস্টটি অভিষেক এবং শার্লির আগামী মিউজিক ভিডিয়োর। তাঁরই কিছু ঝলক প্রকাশ করে তাঁরা লিখলেন, ‘সমস্ত ভালবাসা পাক পরিণতি। ভেঙে যাক বাধার দেওয়াল…’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed