দু’সপ্তাহ আগে নয়, গত বছরেই প্রয়াত, ‘দেহ নিয়ে যা ইচ্ছে করুন’, অভিনেত্রীর মৃত্যুতে বললেন বাবা

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ৩২ বছরের হুমাইরা আসগর। পাকিস্তানের চর্চিত অভিনেত্রী। কয়েকদিন ধরেই তাঁকে ঘিরে তোলপাড় বিনোদন জগৎ। পাকিস্তানের প্রতিরক্ষা দফতরের আবাসনের ভিতর থেকে উদ্ধার হয়েছে তাঁর নিথর দেহ। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে ভিতরে ঢোকে পুলিশ।

সেই ফ্ল্যাটে একাই থাকতেন হুমাইরা। অভিনেত্রীর দেহ উদ্ধার করার পরে খবর দেওয়া হয় তাঁর বাবাকে। কিন্তু মেয়ের দেহ গ্রহণ করতে রাজি হননি বলেই জানা যায়। পুলিশকে তিনি বলেছেন, “আমরা ওর সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করেছি। তাই আমাদের কিছুই করার নেই। ওর দেহ নিয়ে যা করার আপনারাই করুন। আমরা এই দেহ গ্রহণ করব না।” কিন্তু মেয়ের সঙ্গে কেন সম্পর্ক ছিন্ন করেছেন তিনি, তার কারণ এখনও স্পষ্ট নয়।

এর মধ্যেই মোড় ঘোরানো খবর, শোনা যাচ্ছে, দু’সপ্তাহ আগে নয়, অভিনেত্রীর মৃত্যু হয়েছে ২০২৪ সালের শেষের দিকে। তাঁর দেহ উদ্ধার হয় একেবারে পচাগলা অবস্থায়।

শুধু অভিনেত্রীর বাবা-ই নন, বোনের দেহ নিতে অস্বীকার করেছেন তাঁর ভাইও। কিন্তু দায়িত্ব নিতে রাজি হয়েছেন জামাইবাবু। লাহোর থেকে করাচি আসছেন তিনি।

চলতি বছরের শুরু থেকে নাকি ফ্ল্যাটের মাসিক ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন তিনি। সেই কারণেই আদালতের দ্বারস্থ হয় ফ্ল্যাটের মালিক। কিন্তু গত কয়েকদিন ধরে অভিনেত্রীর সঙ্গে কোনওরূপ যোগাযোগ করা যায়নি। পাকিস্তানের পুলিশ আধিকারিক সইদ আসাদ রজা পাক-সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ভাড়া না দেওয়ায় ফ্ল্যাটটির মালিক জায়গা অবিলম্বে খালি করে দেওয়ার অনুরোধ করেছিলেন হুমাইরাকে। তারপরেই আদালতে যান তিনি। কোনও প্রতিক্রিয়া না মেলায় আদালতের নির্দেশেই পুলিশ মঙ্গলবার দুপুর ৩টে ১৫মিনিট নাগাদ ওই ফ্ল্যাটে হাজির হয়। তবে দরজা ভিতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকির পর সাড়া না মেলায় দরজা ভাঙতে হয় পুলিশকে। তার পরই সেই মর্মান্তিক দৃশ্য। ঘর থেকে উদ্ধার হয় হুমাইরার দেহ।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed