উইম্বলডনে হ্যাটট্রিকের সামনে আলকারাজ, জকোভিচের বিদায়ে ফাইনালে সিনার
উইম্বলডন জয়ে কি হ্যাটট্রিক করবেন আলকারাজ! মাত্র ১ ধাপ দূরে দাঁড়িয়ে তিনি। আলকারাজ যখন ফাইনালের ছাড়পত্র পেলেন তখন স্বপ্নভঙ্গ হল নোভাক জকোভিচের। সেমিফাইনালেই বিদায় নিলেন তিনি। ২২ বছর বয়সী এই স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ প্রথম সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়েছেন।
২ ঘণ্টা ৪৯ মিনিট লড়াইয়ের ম্যাচে আলকারাজ জিতেছেন ৬-৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৮/৬) গেমে। এবার চ্যাম্পিয়ন হলে উইম্বলডন জয়ের হ্যাটট্রিক হবে আলকারাজের। পাঁচবারের গ্র্যান্ড স্লামজয়ী এই স্প্যানিশ গত এপ্রিলে বার্সেলোনা ওপেনের ফাইনালে হোলগার রুনের কাছে হারের পর থেকে টানা ২৪ ম্যাচে জিতেছেন। অন্য সেমিফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ইয়ানিক সিনারের কাছে ৬–৩, ৬–৩, ৬–৪ গেমে হেরেছেন সার্বিয়ান তারকা জকোভিচ। সিনার প্রায় একতরফাভাবেই জিতেছেন বলা চলে।
সিনারের কাছে গত চারবারের সাক্ষাতে হেরেছিলেন, এবার তাঁর সামনে স্ট্রেট সেটে উড়ে গেলেন ‘জোকার’। ফলে ২৫তম গ্র্যান্ড স্লামের অপেক্ষাটা বাড়লই জকোভিচের। এই প্রথমবার উইম্বলডনের ফাইনালে উঠলেন সিনার। এবারে আর জকোভিচ নয়, রবিবার সিনারের বিপক্ষে আলকারাজ ফাইনাল খেলতে নামবেন টানা তিন উইম্বলডন জয়ের লক্ষ্যে। গত মাসে এই দুই তারকাই ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে খেলেছিলেন, জিতেছিলেন আলকারাজ। এবার ঘাসের কোর্টে কী হয় তাই দেখার।