ছুরিকাঘাত শুধু সইফকেই নয়, নিশানায় ছিলেন করিনাও! বিস্ফোরক রণিত রায়

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: চলতি বছরের জানুয়ারি মাসে ঘটে যাওয়া সইফ আলি খানের উপর হামলার ঘটনা নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকেই। অজ্ঞাতপরিচয় ব্যক্তির ছুরির আঘাতে গুরুতর ভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতাকে। একজন তারকার বাড়িতে এই ভাবে কারও ঢুকে যাওয়া এবং হামলা চালানোর ঘটনায় প্রশ্ন উঠেছিল নিরাপত্তা নিয়েও।

এ বার ঘটনা প্রসঙ্গেই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেতা রণিত রায়। তিনি জানান, শুধু মাত্র সইফকে ছুরিকাঘাত নয়, হামলা হয়েছিল স্ত্রী তথা অভিনেত্রী করিনা কাপুরের উপরেও। অভিনেত্রীর গাড়িতে হামলা চালানো হয়।

রণিত রায় একজন অভিনেতা হওয়ার পাশাপাশি একটি নিরাপত্তা সংস্থাও চালান। যখন সইফের উপর আক্রমণ করা হয় এবং তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়, তখন তাঁর কোম্পানিই সইফকে নিরাপত্তা দিয়েছিল। অভিনেতা বেশ বুঝতে পেরেছিলেন সইফ এবং করিনার মতো নামজাদা তারকাদম্পতির বাড়িতে নিরাপত্তার যথেষ্ট অভাব রয়েছে।

সম্প্রতি একটি পডকাস্টে তিনি বলেন, “হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সইফ যখন বাড়ি ফিরছিল, তখন তাঁদের ঘিরে ছিল দর্শকদের ভিড়। সেখানে মিডিয়া এবং ভক্ত- সকলেই উপস্থিত ছিল। হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়, করিনার গাড়িতেও আক্রমণ করা হয়েছিল। তখন ও খুব ভয় পেয়ে গিয়েছিল।”

কিন্তু এর নেপথ্যে কে বা কারা ছিলেন? অভিনেত্রীর উপর হামলা কে চালিয়েছিলেন, সেই উত্তর এখনও স্পষ্ট নয়।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *