সিরাজের আউট… রাজারও দুঃখ হয়! রাজা তৃতীয় চার্লস খোঁজ নিলেন আকাশ দীপের দিদিরও

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: রাজারও দুঃখ হয়! শুভমন গিলদের সঙ্গে দেখা হতেই মহম্মদ সিরাজের আউটের প্রসঙ্গ উঠেছিল। আর তাতেই ভারতীয় দলকে তিনি জানান, দুর্ভাগ্যজনক। ভারতীয় ক্রিকেট দলের দুই অধিনায়ক শুভমান গিল এবং হরমনপ্রীত কৌর, পুরুষ ও মহিলা দলের ক্রিকেটাররা এবং টিম ম্যানেজম্যান্টের সদস্যদের সঙ্গে মঙ্গলবার, লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজা তৃতীয় চার্লস দেখা করেন।

উপস্থিত ছিলেন বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্লা এবং ইংল্যান্ডে ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামীও। সেই সাক্ষাতের পরই শুভমন গিল জানান, ‘তিনি (তৃতীয় চার্লস) বলেছেন, আমাদের শেষ ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছে, সেটা খুব দুর্ভাগ্যজনক। তিনি এটাও জানতে চেয়েছেন, (সিরাজের) আউটের পর আমাদের কেমন লেগেছে? আমরা বলেছি, ম্যাচটা আমাদের জন্য ছিল দুর্ভাগ্যজনক…আশা করি পরের দুই ম্যাচে ভাগ্যকে পাশে পাব।’ দলের সহ-অধিনায়ক ঋষভ পন্থ ও জসপ্রীত বুমরাহর সঙ্গেও তাঁকে আলাদাভাবে কথা বলতে দেখা যায়। দলের বাকিদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন। এরপরেই তিনি ভারতীয় মহিলা দলের সঙ্গে সাক্ষাৎ করেন। হরমনপ্রীত চার্লসের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা নিয়ে বলেছেন, ‘খুব ভালো অভিজ্ঞতা হলো। আমরা এর আগেও ইংল্যান্ডে এসেছি, কিন্তু রাজার সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা এই প্রথম’।
শুধু তাই নয়, রাজা চার্লস যে ভারতীয় দলের খুঁটিনাটি সব খবরই রাখেন, তা বোঝা গিয়েছে আকাশ দীপের দিদির বিষয়ে জিজ্ঞাসা করায়। খেলার পাশাপাশি তিনি খোঁজ নিয়েছেন আকাশ দীপের দিদির অসুস্থতা নিয়ে।

বিসিসিআইয়ের- এর ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন, ‘আমাদের কাছে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল। ওঁর সঙ্গে আলাপ করে প্লেয়াররাও খুব খুশি। দেবজিৎ সইকিয়াকে উনি জিজ্ঞাসা করেন অরুণ জেটলির ব্যাপারে। খোঁজ নিচ্ছিলেন আকাশ দীপের দিদিরও। ওঁর এমন অমায়িক আচরণে আমরা মুগ্ধ। মনেই হয়নি একজন রাজার সঙ্গে কথা বলছি।’ দেশভাগ নিয়ে তাঁর নিজের লেখা ‘স্কারস অফ ১৯৪৭: রিয়াল পার্টিশন স্টোরিস’ নামে একটি বইও রাজাকে উপহার দেন রাজীব শুক্লা।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *