মাল্টিপ্লেক্স শুনলেই পকেটে টান? ছবি দেখতে আর খরচ নয়, সব প্রেক্ষাগৃহে টিকিটমূল্য এক!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: মাল্টিপ্লেক্সে ছবি দেখলেই তো বিরাট টিকিটমূল্যের আশঙ্কা! তাই বলে ছবি উপভোগ করবেন না? এ বার সমস্যার সমাধান। ছবি দেখতে গেলে আর হাজার হাজার টাকা খরচ করতে হবে না। নেই কোনও অতিরিক্ত খরচ। সমস্ত প্রেক্ষাগৃহে মাত্র ২০০ টাকায় দেখা যাবে সমস্ত ছবি। কর্নাটক সরকারের এমন প্রস্তাবনায় মধ্যবিত্তের মুখে হাসি।

সরকার পক্ষ থেকে সাফ জানানো হয়েছে, স্ক্রিনের ধরন বা আসনের ধরন যেমনই হোক না কেন, টিকিটের দাম পেরোবে না ২০০র গণ্ডি। এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে কর। আর সেটি প্রযোজ্য রাজ্যের সমস্ত প্রেক্ষাগৃহে ও পর্দায় যে কোনও ভাষার ছবির ক্ষেত্রেই।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *