বাবা হয়েছেন সিদ্ধার্থ, ‘প্রাক্তন’কে ‘ভালবাসা’ পাঠালেন আলিয়া
এন্টারটেইনমেন্ট ডেস্ক: দু’জনেরই অভিনয় জীবন শুরু ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ ছবির হাত ধরে। ছবির কাহিনিতে প্রেম হয়েছিল তাঁদের দু’জনের। তবে তা পর্দা পর্যন্তই থেমে থাকেনি। প্রেম গড়িয়েছিল বাস্তবেও। আসল জীবনেও একে অপরকে মন দিয়েছিলেন আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। যদিও সেই সম্পর্ক চিরস্থায়ী হয়নি। বর্তমানে রণবীর কাপুর এবং কন্যা রাহাকে নিয়ে ঘোরতর সংসারী তিনি। অন্য দিকে ‘পেরেন্টস্ ক্লাবে’ সদ্যই নাম লিখিয়েছেন সিদ্ধার্থ। স্ত্রী কিয়ারা আদবানীর কোলেও এসেছে কন্যা সন্তান। হোক না সে প্রাক্তন। সদ্য বাবাকে দূর থেকে ভালবাসা পাঠাতে ভুললেন না রণবীর-ঘরনি।
গত মঙ্গলবারই প্রকাশ্যে আসে সুখবর। তবে সেই দিন মুখে কুলুপ এঁটে থাকলেও বুধবার সিদ্ধার্থ এবং কিয়ারা নিজেরাই জানান ঘরে লক্ষ্মীর আগমনের কথা। মা-বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লেখেন, ‘‘আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল। আমাদের কোলে কন্যাসন্তান এসেছে।’
এই পোস্ট প্রকাশ্যে আসতেই সদ্য বাবা-মাকে শুভেচ্ছায় ভরিয়ে তুলেছেন অনুরাগী থেকে সতীর্থ সকলেই। সেই পোস্টেই প্রতিক্রিয়া জানালেন ‘প্রাক্তন’ আলিয়া। ইনস্টাগ্রামে সিড-কিয়ারার পোস্ট ‘লাইক’ করেছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই এই বিষয়টি চোখ এড়িয়ে যায়নি নেটিজেনদের।
