শনিবার হচ্ছে না ডার্বি, ২৬ জুলাই কল্যাণীতে মুখোমুখি হবে মোহনবাগান-ইস্টবেঙ্গল

আশঙ্কাই সত্যি হল। শেষপর্যন্ত শনিবার কল্যাণীতে মরশুমের প্রথম ডার্বির বল গড়াবে না। পিছিয়ে গেল তারিখ। ফলে, অপেক্ষা বাড়ল সমর্থকদের। কলকাতা লিগের ডার্বি হবে কল্যাণীতে, এমনটাই জানিয়ে দিয়েছিল আইএফএ। ১৯ জুলাই কল্যাণী স্টেডিয়ামে ম্যাচ আয়োজিত হলে নিরাপত্তা দেওয়া অসম্ভব জানিয়েই আইএফএ’কে চিঠি পাঠায় নদিয়া জেলা পুলিশ। এরপরই তড়িঘড়ি আলোচনায় বসেন আইএফএ কর্তারা। শেষপর্যন্ত ১৯ জুলাই ডার্বির দিন পরিবর্তন করে করা হল ২৬ জুলাই, শনিবার।খেলা হবে কল্যাণীতেই। একসপ্তাহ পিছিয়ে দিয়ে আইএফএ বিবৃতিতে জানায়, ‘নদিয়া জেলা পুলিশ কর্তৃপক্ষ ও আইএফএ পদাধাকারীদের বৈঠকের পর দুই তরফের সহমতের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল এফসির ডার্বি ম্যাচ আগামী ১৯ জুলাইয়ের পরিবর্তে আগামী ২৬ জুলাই ২০২৫ কল্যাণী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এত অল্প সময়ে দর্শকদের টিকিট সংগ্রহে অসুবিধার কথা মাথায় রেখেই তাদের সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, ডার্বি ম্যাচ আয়োজনের মতো পর্যাপ্ত পরিকাঠামো নেই কল্যাণী স্টেডিয়ামে। কল্যাণীর ছোট স্টেডিয়ামে সমর্থকদের নিরাপত্তার জন্য দু’দলের গ্যালারির মাঠে বড় করে ফেন্সিং তোলার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। এছাড়াও পুলিশের তরফে বলা হয়েছে, পর্যাপ্ত পার্কিং নেই কল্যাণীতে। এক সপ্তাহ বাড়তি সময় থাকার ফলে দর্শকদের নিরাপত্তার ব্যবস্থা বাড়ানো যেতে পারে। সেইসঙ্গে দর্শক সংখ্যাও আরও কমানো হতে পারে। সব মিলিয়ে ১০ হাজার সমর্থক কল্যাণী স্টেডিয়ামে খেলা দেখতে পারবেন। উল্লেখ্য, প্রথমে বারাসাত স্টেডিয়ামে ম্যাচটি আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। কিন্তু বারাসাত স্টেডিয়ামে আবার এই মাসের মধ্যে সংস্কারের কাজ শেষ হবে না বলে জানিয়ে দেন ক্রীড়া এবং যুবকল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস। এরপরই বিকল্প ভেন্যু হিসেবে কল্যাণীই চলে আসে প্রথম পছন্দের তালিকায়।