হাসপাতালে ভর্তি ছিলেন ‘পঞ্চায়েত’-এর ‘জামাই’ আসিফ! হৃদরোগ নয়, কোন সমস্যায় কাবু?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বয়স মাত্র ৩৪। হঠাৎ শারীরিক অসুস্থতায় হাসপাতালে ভর্তি হলেন ‘পঞ্চায়েত’, ‘পাতাললোক’ খ্যাত অভিনেতা আসিফ খান। প্রথমে গুজব রটে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভক্তদের মনে তৈরি হয় দুশ্চিন্তা। তবে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে আসিফ নিজেই জানান, এটি হৃদরোগ নয়, বরং গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ (GERD)। যার উপসর্গ এতটাই তীব্র ছিল যে, প্রথমে সেটিকে হার্ট অ্যাটাক বলেই ভেবে নেওয়া হয়।


দিনভর রাজস্থান থেকে গাড়ি চালিয়ে মুম্বই ফিরেছিলেন তিনি। তারপর সন্ধ্যায় বুকে অসহ্য যন্ত্রণা, এবং বাথরুমে অজ্ঞান হয়ে পড়েন। গভীর রাতে তাঁকে ভর্তি করা হয় মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে। শারীরিক পরীক্ষার পর চিকিৎসকেরা পরামর্শ দেন খাদ্যাভ্যাসে বদল আনার। বলা হয়েছে, আমিষ কমাতে, বিশেষত রাজস্থানি ভারী খাবার এড়িয়ে এড়িয়ে চলতে এবং শরীরচর্চাকে রুটিনে রাখতে।


এই অভিজ্ঞতা থেকে জীবনের মূল্য নতুন করে উপলব্ধি করেছেন অভিনেতা। ইনস্টাগ্রামে লেখেন, ‘গত ৩৬ ঘণ্টায় যা দেখলাম, তাতে বুঝলাম জীবন কতটা অনিশ্চিত। একটি দিনও নষ্ট করবেন না। কৃতজ্ঞ থাকুন, আর যাঁরা সত্যিই গুরুত্বপূর্ণ, তাঁদের পাশে থাকুন।’
তিনি আরও বলেন, ‘এই ক’দিন ফোন ছুঁইনি—একভাবে ভালই লেগেছে। এত মেসেজ পেয়েছি যে, সবার উত্তর দিতে এক মাস লেগে যাবে।’


তবে নিজের শরীরের এই সমস্যা কাজের ক্ষেত্রে কোনও প্রভাব ফেলবে না বলেই আশ্বস্ত করেছেন অভিনেতা। বরং ভালবাসা ও বিশ্রামে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। ‘পঞ্চায়েত’-এর ‘গণেশ’ বা ‘দামাদজি’-র মতো চরিত্রে যাঁর সাবলীল অভিনয়ে দর্শক বারবার মুগ্ধ, সেই চেনা মুখ ফের ফিরছেন নিজস্ব ছন্দে। ‘সবাই এগিয়ে যায়, আমিও যাব’—ভক্তদের উদ্দেশে একান্ত আন্তরিক এই বার্তা আসিফের মুখেই শোনা গেল।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *