ইস্টবেঙ্গলের চমক, বিদেশি ‘ত্রয়ী’র সই, এরমধ্যেই খেলতে কলকাতায় পালেস্তাইনের রশিদ

0

স্পোর্টস ডেস্ক:

একসঙ্গে তিন মূর্তি। দলবদলে বড় চমক দিয়ে বিদেশি ‘ত্রয়ী’র নাম ঘোষণা করে দিল ইস্টবেঙ্গল।এক বছরের চুক্তিতে মিগুয়েল ফিগুয়েরা, মহম্মদ রশিদ ও কেভিন সিবিয়ের সই করানোর বার্তা দিয়ে দিল লাল হলুদ। তিন ফুটবলারের জার্সি নম্বরও জানিয়ে দিয়েছে লাল হলুদ। মিগুয়েল পরবেন ৮ নম্বর জার্সি, রশিদ পরবেন ৭৪ নম্বর ও সিবিয়ের জন্য বরাদ্দ ৬ নম্বর জার্সি। বৃহস্পতিবার প্রায় মধ্যরাতে শহরে পা দিয়েছেন প্যালেস্টাইনের জাতীয় দলের ফুটবলার মহম্মদ রশিদ।

তাঁকে স্বাগত জানাতে দমদম বিমানবন্দরেই দেখা গিয়েছিল লাল হলুদ সমর্থকদের ভিড়। জনতার ভিড় দেখে উচ্ছ্বসিত তিনি।রশিদ বলেন, ‘লাল হলুদ পরিবারে যোগ দিয়ে গর্বিত। ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করতে চাই।’ প্যালেস্টাইনের জাতীয় দলের হয়ে নজর কাড়েন রশিদ। রক্ষণাত্মক মিডফিল্ডারের ভূমিকায় গতবছর এএফসি এশিয়ান কাপে দলকে শেষ ষোলোয় উঠতে সাহায্য করেন। ইন্দোনেশিয়ায় সুপার লিগের দল পারসিবায়া সুরাবায়া থেকে ইস্টবেঙ্গলে যোগ দিলেন তিনি। ব্রাজিলিয়ান মিডফিল্ডার মিগুয়েল ফিগেরা কোচ অস্কার ব্রুজোঁর প্রাক্তন ক্লাবের পছন্দের ফুটবলার ৷ রক্ষণ এবং আক্রমণের তালমিলে দক্ষ মিগুয়েল বাংলাদেশের বসুন্ধরা কিংসে খেলেছেন ব্রুজোঁর কোচিংয়ে৷ মিগুয়েল বলেন, ‘ইস্টবেঙ্গলের হয়ে খেলার জন্য মুখিয়ে রয়েছি। ফের অস্কার ব্রুজোঁ ও জেভিয়ার স্যাঞ্চেজের (ফিজিও) সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে ভালো লাগছে। আমার ফুটবল জীবনে এই দু’জনের অবদান অনেক’৷

অন্যদিকে স্প্যানিশ ক্লাব এসডি পনফেরাডিনা থেকে ইস্টবেঙ্গলে সই করলেন আর্জেন্টিনার ২৬ বছরের ডিফেন্ডার কেভিন সিবিলে।তিনি বলেন, ‘ইস্টবেঙ্গলের মতো ঐতিহাসিক ক্লাবের অঙ্গ হতে পেরে আমি গর্বিত। আমি কলকাতায় খেলতে উৎসুক’। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোঁ বলেন, ‘মিগুয়েল অ্যাটাকিং থার্ডে গেম চেঞ্জার। এখন সে তাঁর কেরিয়ারের সেরা সময়ে আছে। আমি আশা করি সে দুর্দান্ত দক্ষতা দেখাবে।আর কেভিন একজন আধুনিক সেন্টার ব্যাক। শুধু ডিফেন্সিভ দায়িত্ব নয়, বল কন্ট্রোল এবং পাসিংয়েও পারদর্শী। রশিদ অত্যন্ত ডিসিপ্লিনড ও বল জেতার ক্ষমতাসম্পন্ন ডিফেন্সিভ মিডফিল্ডার, যাঁর আছে ট্যাকটিক্যাল অ্যাওয়ারনেস, নেতৃত্বগুণ, হাই ওয়ার্ক রেট এবং গতি। এখন সে আক্রমণেও অবদান রাখছে, দুর্দান্ত বল বাড়ানো এবং লং শটে দক্ষ।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *