গুরুত্বপূর্ণ ম্যাচের আগেই চোট ভারতীয় পেসারের,  বোলিং নিয়ে বাড়ল চিন্তা

0




ম্যাঞ্চেস্টারে বুমরাহ খেলবেন কিনা, সেই ধন্ধই কাটেনি, এরমধ্যে আবার অর্শদীপ সিং চোট পেয়ে বসলেন।  বাঁহাতেই চোট পেয়েছেন বাঁহাতি পেসার। ফলে, ডু অর ডাই ম্যাচের আগে চাপেই পড়ল টিম ইন্ডিয়া। ২৩ জুলাই থেকে শুরু চতুর্থ টেস্ট। তার আগে বৃহস্পতিবারই ম্যাঞ্চেস্টারে প্রথম অনুশীলন করেছে ভারতীয় দল। সেখানেই সাই সুদর্শনের একটা শট বাঁচাতে গিয়ে বাঁহাতে চোট পেয়েছেন অর্শদীপ। হাতের উপর ব্যান্ডেজ বাঁধতে দেখা যায় তাকে। তারপর আর বল করেননি। অর্শদীপের চোট নিয়ে ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে বলেন, ‘সাইয়ের শট আটকাতে গিয়ে চোট পেয়েছে অর্শদীপ। ওর আঙুল কেটে গিয়েছে। আমরা খতিয়ে দেখছি চোট কতটা গুরুতর। চিকিৎসকেরা নজর রাখছেন। যদি ওর আঙুলে সেলাইয়ের প্রয়োজন হয় তা হলে সেটা করা হবে।’ শুধু তো শুধু জসপ্রীত বুমরাহ নন। মহম্মদ সিরাজেরও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রয়োজন।  তৃতীয় টেস্ট চলাকালীন মহম্মদ সিরাজকে দেখে মনে হচ্ছিল, পেশিতে টান ধরছে তার। টানা তিনটি টেস্ট তিনি খেলেছেন। মহম্মদ সিরাজ ২০২৩ সালের পর থেকে ভারতের ২৭টি টেস্টের মধ্যে ২৪টিই খেলেছেন। ভারতীয় পেসারদের মধ্যে সবচেয়ে বেশি বল করেছেন তিনিই। ফলে তাকে বিশ্রাম দেওয়া হতে পারে এমনটাই ভাবনাচিন্তা চলছিল। সেক্ষেত্রে বিকল্প ছিলেন অর্শদীপ। এখন অর্শদীপ অনিশ্চিত হয়ে যাওয়ায় চাপ বাড়ল বলাই বাহুল্য। যদি অর্শদীপ-সিরাজ খেলতে না পারেন, আকাশ দীপ- প্রসিদ্ধ কৃষ্ণার সঙ্গে বাধ্য হয়ে খেলানো হতে পারে বুমরাহকে। যা পরিস্থিতি তাতে ম্যাঞ্চেস্টারে বুমরাহকে খেলানো উচিত বলেই মনে করছে ক্রিকেট মহল। এদিকে লর্ডসে আঙুলে চোট পেয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর চোট কতটা গুরুতর, তা নিয়ে কিছু জানায়নি ভারতীয় দল। যদিও অধিনায়ক শুভমন গিল জানিয়েছেন, পন্থ খেলবেন। ফলে, গুরুত্বপূর্ণ চতুর্থ টেস্টে কী হবে বোলিং লাইন আপ তা নিয়ে মাথাব্যথা বাড়ল গম্ভীর ব্রিগেডের। তবে হাতে এখনও সময় রয়েছে, তাই দেখে নেওয়ারও সুযোগ থাকছে ভারতীয় দলের কাছে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed