‘কোল্ডপ্লে’-কাণ্ড মনে করাল ‘অনিন্দ্য-জুন’কে, ‘স্ক্যান্ডাল’ নিয়ে কী বলছেন সুদীপ?
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
নেটমাধ্যমে বহু আলোচিত ‘কোল্ডপ্লে’ কনসার্ট। সিইও-এইচআরের পরকীয়া এই মুহূর্তে ‘হট টপিক’ই বলা যেতে পারে। একের পর এক মন্তব্যের বন্যা এবং মিম শেয়ার। এরই মাঝে নেটিজেনরা বলছেন, এই ‘কোল্ডপ্লে’র ঘটনা নাকি মনে করিয়েছে পর্দার ‘অনিন্দ্য এবং জুন আন্টি’কে। জনপ্রিয় ‘শ্রীময়ী’ ধারাবাহিকে সুদীপ মুখোপাধ্যায় এবং ঊষসী চক্রবর্তী অভিনীত এই দুই চরিত্রের সমীকরণও ছিল কিছুটা এমনই।
পর্দা এবং বাস্তবের মিল থেকেই শুরু হয়েছে একের পর এক প্রতিক্রিয়া। এমনকি বিষয়টিকে বেশ মজার ছলেই নিয়েছেন খোদ অভিনেত্রী ঊষসী চক্রবর্তীও। এ বার এই প্রসঙ্গে মুখ খুললেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায়। সম্প্রতি তাঁর থিয়েটারের রিহার্সালের ফাঁকে আডিশনের মুখোমুখি হয়েছিলেন তিনি। সমাজমাধ্যম জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ‘কোল্ডপ্লে’ ঘটনাকে ঘিরে ‘অনিন্দ্য-জুন’কে নিয়ে এত ছবি। সুদীপ বলেন, “আমি ভাগ্যবান। ‘শ্রীময়ী’ শেষ হয়ে যাওয়ার পরেও এত মানুষ এই দু’টো চরিত্রকে মনে রেখেছেন। আমি অত্যন্ত খুশি এত বছর পরেও ওই ধারাবাহিকটা এখনও প্রাসঙ্গিক। আমাদের কাজ করাটা সার্থক।”
যদিও নিজেদের মিম নিয়ে আনন্দ প্রকাশ করলেও এমন একটি ‘স্ক্যান্ডাল’ এবং মানুষের ব্যক্তিগত ঘটনা নিয়ে চর্চা মোটেই ভাল চোখে দেখছেন না অভিনেতা। তিনি বলেন, “মানুষের হাতে অনেক সময় তাই তাঁরা অন্যের বিষয় নিয়ে মাথা ঘামাতে ব্যস্ত। এখনকার মানুষ কি মঙ্গল গ্রহ থেকে এসেছেন না প্লুটো থেকে? তাঁরা সব বিষয় নিয়েই আকাশ থেকে পড়ে যেন। এই ধরনের ঘটনা বহুযুগ ধরে ঘটে আসছে। ‘রামায়ণ’, ‘মহাভারত’-এও এমন ঘটনা রয়েছে। এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই।”