ম্যাঞ্চেস্টারে মাথাব্যথার কারণ বোলিং, নীতীশ- আকাশ অনিশ্চিত, এল নতুন বোলার
স্পোর্টস ডেস্ক: সিরিজে ২-১ পিছিয়ে ভারত। বাকি এখনও দুই টেস্ট। ফলে ম্যাঞ্চেস্টারে চতুর্থ টেস্ট ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ । আর এই ম্যাচের আগে চোট আঘাতে জেরবার পরিস্থিতি। বিশেষ করে বোলিং বিভাগ। অর্শদীপ সিংয়ের হাতের চোটের পর বাংলার পেসার আকাশ দীপের পরের ম্যাচ খেলা নিয়েও এবার তৈরি হয়েছে সংশয়। এজবাস্টন টেস্ট ম্যাচে আকাশ দীপ বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছিলেন এবং ১০ উইকেট নিয়েছিলেন। লর্ডসে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে আকাশ দীপ কেবল ৮ ওভার বোলিং করেন। খবর, কুঁচকির চোটে ভুগছেন আকাশ।
লর্ডস টেস্টের মাঝপথে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন বাংলার পেসার। পরে জানা গেছে, পিঠের পুরনো চোটই মাথাচাড়া দিয়েছে। অস্ট্রেলিয়া সফরেও পিঠে যন্ত্রণার জন্য তিন মাস মাঠের বাইরে চলে যান টিম ইন্ডিয়ার তরুণ পেসার। ফলে ম্যাঞ্চেস্টার টেস্টে খেলবেন কিনা তা নিশ্চিত নয়। এদিকে আবার জানা গেছে, সিরিজের বাকি দু’টি টেস্ট খেলতে পারবেন না অলরাউন্ডার নীতীশ কুমার রেড্ডি। গত দু’টি টেস্টে তিনি খেলেছিলেন। হাঁটুর চোটের কারণে ইংল্যান্ড সিরিজ় থেকে ছিটকে গিয়েছেন তিনি। যদিও ঘোষণা হয়নি। নীতীশের জায়গায় কে দলে ঢুকবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। এর আগেই চলতি সপ্তাহের শুরুতেই নেটে চোট পান অর্শদীপ। বাঁ-হাতের তালু কেটে যায়। সেলাই পড়ে। অন্তত দশ দিনের জন্য মাঠের বাইরে। এমনিতেই জসপ্রীত বুমরাহর ওয়ার্কলোড ম্যানেজ করার জন্য তাঁকে বিশ্রাম দেওয়ার ভাবনাচিন্তা ছিলই।
কারণ গৌতম গম্ভীরের কথা অনুযায়ী তিন টেস্ট খেলার কথা। এরমধ্যেই ২ টেস্ট খেলেছেন বুমরাহ। বাকি রয়েছে ১ টেস্ট। এদিকে আবার টানা খেলার ধকল যাচ্ছে মহম্মদ সিরাজের ওপর দিয়েও। ফলে তাঁকেও বিশ্রাম দেওয়ার ভাবনাচিন্তা করছিল ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে সময় নষ্ট করেনি ভারতীয় ম্যানেজমেন্ট। অর্শদীপ সিংয়ের জায়গায় দলে নেওয়া হয়েছে অংশুল কম্বোজকে। সম্প্রতি, অংশুল ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে ইন্ডিয়া-এ-এর হয়ে দুটি চার দিনের ম্যাচ খেলেছেন। জানা গিয়েছে বুমরাহ এবং আকাশ বাকি দু’টি টেস্ট একসঙ্গে খেলবে না। বুমরাহ যদি ম্যাঞ্চেস্টারে খেলে, তাহলে আকাশ বাইরে থাকবে। ওভালে আকাশ ফিরলে বুমরাহ বিশ্রাম নেবে। সেটা অবশ্যই আকাশের ফিটনেসের ওপর নির্ভর করবে। একান্তই বাংলার পেসার খেলতে না পারলে প্রসিধ কৃষ্ণাকে ফেরানো হবে না অংশুলকে সুযোগ দেওয়া হবে তা পিচ কন্ডিশন দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। এই ম্যাচটি ভারতীয় দলের জন্য ‘ডু অর ডাই’ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। যদি ভারতীয় দল এই ম্যাচটি হেরে যায়, তাহলে তারা সিরিজটিও হারবে। ২৩ জুলাই থেকে ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড মাঠে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।