একুশের মঞ্চে অভিষেকের চ্যালেঞ্জ, ‘২০২৬-এর পর বিজেপিকে দিয়ে জয় বাংলাও বলাব’

0

সময়ের সঙ্গে সঙ্গে রঙ বদলায় বিজেপি। শহিদ দিবসের অনুষ্ঠানে মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে অলআউট আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি বলেন, বিজেপির নেতারা এক সময়ে বাংলাতে এসে একটাই স্লোগান তুলত, ‘জয় শ্রী রাম’।  কিন্তু এখন বলছে জয় মা কালী, জয় মা দুর্গা। ২০২৬ সালের নির্বাচনের পর ‘জয় বাংলা’ বলবে বিজেপির নেতারা।

২০২৬ সালের নির্বাচন প্রসঙ্গেও মুখ খোলেন অভিষেক। বলেন, ‘তৃণমূল বিজেপির সঙ্গে লড়াই করলেও বিজেপির কাছে নির্বাচন কমিশন, ইডি, সিবিআই রয়েছে। তারপরেও তারা বাংলায় ছাপ ফেলতে পারেনি। কারণ, আমাদের মতো কর্মী ওদের কাছে নেই। আর আমাদের কর্মীরাই আমাদের শক্তি। বিজেপি ভোটের ময়দানে জিততে না পেরে, বাংলার মানুষকে ভাতে মারতে গায়ের জোরে টাকা আটকে রাখে। ’ তৃণমূল সাংসদ মঞ্চে আরও বলেন, ‘এখনও লড়াই অনেক বাকি। তৃণমূলের মতো কর্মী বিজেপিতে একশো বছরেও তৈরি হবে না। বাংলায় জিততে পারেনি বলে এত গাত্রদাহ বিজেপির। ডায়মন্ড হারবারের সভা থেকে বলেছিলাম বিজেপি আগামীর নির্বাচনে ৫০ পেরোবে না। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না। কিন্তু সেই একই কথা আজও বলছি। ২০২৬-এর নির্বাচনে বিজেপি ৫০টির বেশি আসন পাবে না। মানুষের উপর আস্থা রেখে ভবিষ্যতের কথা বলছি।’

আক্রমণের সুর আরও চড়িয়ে অভিষেক বলেন বলেন, ‘বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়। বিজেপিকে আমরা ছাব্বিশের পর ওই ক্যাম্পে নিয়ে যাব। বিজেপিকে কোনও জায়গা ছাড়া চলবে না।’ এলাকায় তৃণমূল কর্মীদের সক্রিয় হওয়ার ডাক দিয়ে অভিষেক বলেন, ‘মানুষকে বোঝান, বাংলায় কথা বললেই বিজেপির নেতারা বাংলাদেশি তকমা দিচ্ছে। বাংলা ভাষার, সংস্কৃতির বিরোধিতা করছে ওরা। এর জবাব দিতে হবে ২৬ এর ভোটে।’ শহিদ মঞ্চ থেকেই অভিষেক শপথবাক্য উচ্চারণ করেন, ‘আমরা মেরুদণ্ড বিক্রি করব না। আত্মসমর্পণ করব না। গলা কেটে দিলেও ‘জয় বাংলা’ বেরোবে মুখ থেকে। এবার থেকে সংসদেও বাংলায় কথা বলব।’

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *