ম্যাঞ্চেস্টারে বিপদ থেকে বাঁচতে ভরসা সেই বুমরাহ, অংশুলকে খেলিয়ে কি চমক
স্পোর্টস ডেস্ক: ম্যাঞ্চেস্টারে মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতের বোলিং বিভাগ। আকাশ দীপের চোট, হিসেব নিকেশ পাল্টে দিয়েছে। এরওপর চোট পেয়ে ছিটকে গেছেন অর্শদীপ সিং ও অলরাউন্ডার নীতীশ কুমার। ফলে, দ্রুত ভারতীয় দলে নিয়ে আসা হয়েছে অংশুল কম্বোজকে। তিনি ইংল্যান্ডে ভারতীয় এ দলের সফরে ছিলেন। ভারতীয় দল চোট-আঘাতে এতটাই জর্জরিত যে তাতে স্কোয়াডে যোগ দিতে তাঁর কোনও অসুবিধে হয়নি। কিন্তু ম্যাঞ্চেস্টারে কি তাঁর অভিষেক ঘটবে? কারণ, ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট এই ম্যাচ। এমনিতেই ২-১ এ পিছিয়ে ভারত।
ইংল্যান্ড জিতে গেলে সিরিজ হারাবে শুভমনরা। সোমবার প্রায় তিন ঘণ্টা ধরে ওল্ড ট্র্যাফোর্ডে অনুশীলন করে ভারত। সেখানে আকাশ দীপ ছাড়া সব পেসারকেই অনুশীলনে দেখা যায়। অংশুলকে আলাদাভাবে কথা বলতে দেখা যায় প্রথম গৌতম গম্ভীরের সঙ্গে, পরে শুভমন গিলের সঙ্গেও। মনে করা হচ্ছে, যা পরিস্থিতি তাতে ম্যাঞ্চেস্টারেই অভিষেক ঘটতে পারে দুরন্ত ফর্মে থাকা অংশুলের। ওল্ড ট্র্যাফোর্ডের পিচে যথেষ্ট ঘাস রয়েছে।
‘ওয়ার্কলোড’ সামনে বুমরাহ কি খেলবেন ম্যাঞ্চেস্টারে? সাংবাদিক সম্মেলনে অবশ্য সিরাজ জানিয়েছেন, ‘জসসি ভাই তো খেলবেই।’ ফলে, জসপ্রীত বুমরাহর সঙ্গে খেলবেন মহম্মদ সিরাজ। তৃতীয় পেসার হিসেবে আনকোরা অংশুলকে খেলিয়ে চমক দিতে পারে ভারত। কারণ, প্রসিদ্ধ কৃষ্ণ সিরিজের দুই ম্যাচে একেবারেই দাগ কাটতে পারেননি। এদিকে পন্থকে নিয়ে সংশয় থাকলেও, সাবলীল অনুশীলন করেছেন ওল্ড ট্র্যাফোর্ডে। ফলে, তাঁর খেলার সম্ভাবনাই বেশি।অন্যদিকে নীতীশ কুমারের জায়গায় কাকে খেলানো হবে তা নিয়েও সংশয় তৈরি হয়েছে। শার্দুল ঠাকুরের খেলার সম্ভাবনাই বেশি। ২ স্পিনার নিলে, কুলদীপ যাদবের সম্ভাবনাও রয়েছে। করুন নায়ার আরও সুযোগ পাবেন কিনা তাও অবশ্য প্রশ্নচিহ্নে রয়েছে। সেক্ষেত্রে সাই সুদর্শনকে আরও একবার সুযোগ দেওয়া হতে পারে। তবে চমক থাকতে পারে অভিমন্যু ঈশ্বরণকে প্রথম একাদশে এনে। দুর্দান্ত ফর্ম দেখালেও প্রথম তিন টেস্টে বাংলার এই ব্যাটারের কথা ভাবাই হয়নি। এখনও যদি না ভাবা হয়, আর কবে? সে প্রশ্ন তো উঠবেই।
