প্রধানমন্ত্রীর ছবি ঝুলিয়েছেন গলায়, এ বার প্রযোজকের বিরুদ্ধে থানায় রুচি! কষালেন চড়ও
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
কানের গালিচায় হেঁটেই যেন প্রচারের আলোয় এসেছিলেন অভিনেত্রী তথা মডেল রুচি গুজ্জর। ২৭ বছরের অভিনেত্রী তাঁর কণ্ঠহারে ঝুলিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি। সেখান থেকেই শুরু হয়েছিল আলোচনা। এ বার আবারও আলোচনার কেন্দ্রে রুচি। বড় অভিযোগ তুলেছেন প্রযোজক করণ সিং চৌহানের বিরুদ্ধে।
অভিনেত্রীর অভিযোগ, একটি টেলিভিশন প্রজেক্টের জন্য তাঁর থেকে ২৫ লক্ষ টাকা নিয়েছিলেন করণ। এক সংস্থার সঙ্গে নাকি চুক্তিও হয়ে গিয়েছিল তাঁর। কিন্তু টাকা দেওয়াই হল বৃথা। কিন্তু টাকা নিয়ে কোনও কাজই করেননি তিনি। লক্ষ লক্ষ টাকা কারচুপির অভিযোগে গত ২৪ জুলাই করণের বিরুদ্ধে ওশিয়াড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন রুচি। সেই অভিযোগে বলা হয়, করণ ওই টাকা কখনই ফিরিয়ে দেননি রুচিকে। অথচ তাঁর কথা মতো ছয় দফায় পুরো ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। কিন্তু তার পর সেই টেলিভিশনের কাজ আর শুরু হয়নি।
এরই মধ্যে এই ঘটনা অন্য দিকে মোড় নেয় গত শুক্রবার। এ দিন ছিল ‘সো লং ভ্যালি’র প্রিমিয়ার। সেখান থেকেই ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় প্রযোজককে চড় মারছেন তিনি। অভিনেত্রী জানান, তিনি জানতে পারেন এই ছবিতেই নাকি বিনিয়োগ করা হয়েছে তাঁর টাকা।
তিনি বলেন, “যখন আমি জানতে পারলাম ছবিটাতে আমার টাকা বিনিয়োগ হয়েছে এবং এই ছবিটা ২৭ তারিখ মুক্তি পেতে চলেছে, আমি বলেছিলাম আমার টাকা ফিরিয়ে দিতে। তারপর থেকেই আমাকে হুমকি দিতে শুরু করেন তিনি।”