তাড়িয়ে দিতে পারে সৎছেলে, সেই চিন্তাতেই ভাড়া বাড়িতে দিন কাটাচ্ছেন অনুপম!

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

বলিউডে প্রায় চার দশকেরও বেশি কর্মজীবন। আশির দশক থেকে এখনও পর্যন্ত সমানভাবে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। ১৯৮৫ সালে কিরণ খেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম খের। সেই সময় কিরণের প্রথম পক্ষের সন্তান সিকন্দরের বয়স ছিল মাত্র চার বছর। যদিও বরাবরই তাঁকে নিজের সন্তানের মতোই স্নেহ করে গিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। নিজের সন্তান না থাকার কোনও আক্ষেপ না থাকলেও এ বার এক বড় সিদ্ধান্তের কথা জানালেন তিনি।

অনুপম জানান, ব্যক্তিগত কোনও সম্পত্তি তৈরি করেননি তিনি। দীর্ঘদিনের কর্মজীবনে অনুপম কাজ করেছেন অসংখ্য ছবিতে। তাও কোনও স্থাবর সম্পত্তি নেই কেন অভিনেতার? কেন নিজের বাড়ির পরিবর্তে ভাড়া বাড়িতে থাকেন তিনি? তাঁর কথায়, তিনি চান না তাঁর অবর্তমানে সম্পত্তি ভাগভাগি নিয়ে কোনও কথা গোল বাঁধুক বাড়িতে।

অভিনেতা বলেন, “যখন একজন মানুষ মারা যান, তাঁর ফেলে আসা সম্পত্তিকে ঘিরে সমস্যা দেখা দিতে পারে। আমি বহু বৃদ্ধ মানষজনের সঙ্গে কথা বলেছি। তাঁদের গল্প শুনেছি। সেগুলি অত্যন্ত ভয়ানক। কাউকে তাঁর নিজের সন্তানই বাড়িছাড়া করেছেন। আবার কাউকে জোর করা হয়েছে সম্পত্তি অন্যের নামে লিখে দেওয়ার জন্য। এই সমস্যাগুলো আমার ক্ষেত্রে যেন না হয়।”

তা হলে সিকন্দরের ক্ষেত্রেও কি একই ভয় তাড়া করে বেড়ায় বর্ষীয়ান অভিনেতাকে? সৎছেলের সঙ্গে সম্পর্ক কেমন অনুপমের? তিনি বলেন, “সিকন্দর আমার সৎছেলে। আজকালকার যুগে ছেলমেয়েরা তাঁদের বাবা-মায়ের কাছ থেকে অনুমতি নেয় না কোনও কিছু করার আগে। আমি পর্দায় বাবার চরিত্রে অভিনয় করলেও নিজের ব্যক্তিগত জীবনে কোনওদিন বাবার ভূমিকা পালন করতে পারিনি। আমি কখনও সিকন্দরকে উপদেশ দেব না কী ভাবে ব্যবসা সামলাতে হয়। আমার বাবাও আমাকে কোনওদিন কিছু বলেননি। আমার মনে হয় প্রতিটা বাবা-মায়ের উচিত তাঁদের সন্তানকে সামান্য পরিমাণে স্বাধীনতা দেওয়া। তাঁরা নিজেরাই নিজেদের ভুলগুলো থেকে শিক্ষা নিক।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *