সলমনের সঙ্গে দেখা করার শখ! বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ তিন নাবালক
এন্টারটেইনমেন্ট ডেস্ক:
পছন্দের তারকার দেখা পাওয়ার জন্য অনুরাগীরা কী না করে থাকেন! অনেক সময়তেই তার মাশুলও গুনতে হয় তাঁদের। সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে দিল্লির তিন নাবালকের সঙ্গে। কারও বয়স ১২, আবার কেউ তো দশও পেরোয়নি এখনও। সেই চার নাবালক সলমন খানের সঙ্গে দেখা করার আশায় বাড়ি থেকে বেরিয়েছিল। তার পরেই নিখোঁজ হয়ে যায় তারা। তার পর?
প্রতিদিনই সলমনের বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। ভাইজানের সঙ্গে দেখা করার জন্য অনেক সময় তো তাঁর বাড়িতে ঢুকে পড়ারও জেদ করতে থাকেন কোনও কোনও ভক্ত। তবে এই তিন ভক্ত সলমন পর্যন্ত পৌঁছতেই পারেনি। নিখোঁজ হয়ে যায় তারা। চেয়েছিলেন মুম্বই গিয়ে দেখা করবেন অভিনেতার সঙ্গে। জানা যায়, তাদের এই কাজে সাহায্য করে ওয়াহিদ নামের একটি ছেলে। মহারাষ্ট্রের জালনা এলাকায় বাস তার। আজমীর গেট স্টেশনে নামে ওই তিনজন। সেখানকার সিসিটিভি ফুটেজ এবং ফোনের গতিবিধি লক্ষ করেই ট্র্যাক করা যায় তাদের। অবশেষে প্রায় চার দিন পর তাদের উদ্ধার করা হয় নাসিক স্টেশন থেকে। ২৫ জুলাই থেকে নিখোঁজ ছিল তারা।
প্রতি মুহূর্তে মৃত্যুভয় তাড়া করে বেড়ায় সলমনকে। মৃত্যুর হুমকি তো রয়েছেই। তার মধ্যেই কাজ করে চলেছেন একের পর এক। গত বছর ‘গ্যালেক্সি’ অ্যাপার্টমেন্টে গুলি চলার পর থেকেই আরও দৃঢ় হয়েছে অভিনেতার নিরাপত্তাবেষ্টনী। দিনকয়েক আগেই সলমনের বারান্দায় বসেছে বুলেট প্রতিরোধক কাচ।
