প্রথম বাংলা ছবি, ‘নায়িকার থেকেই বাংলা শিখছি’, কলকাতায় এসে বললেন শরমন

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

টলিপাড়ায় নতুন জুটিকে দেখতে মুখিয়ে রয়েছেন দর্শক। বলিউড অভিনেতা শরমন জোশী এবং বাংলার সুস্মিতা চট্টোপাধ্যায়ের আসন্ন ছবি ‘ভালবাসার মরশুম’ ঘিরে অনুরাগীদের প্রত্যাশা তুঙ্গে। দুই তারকাকে নিয়ে আদ্যোপান্ত প্রেমের গল্প বুনেছেন পরিচালক এম এন রাজ। এই ছবির হাত ধরেই প্রথমবার বাংলা ছবিতে অভিনয় করতে চলেছেন শরমন। তার জন্য আগেভাগেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। কার কাছ থেকে বাংলা শিখছেন অভিনেতা?

ছবির মহরতের দিন কলকাতায় হাজির হলেন শরমন। সেখানেই আডিশনকে অভিনেতা জানান, বাংলা শেখা শুরু করে দিয়েছেন তিনি। কিন্তু এই শেখানোর নেপথ্যে কে? প্রশ্ন রেখেছিলাম আমরা। শরমন বলেন, “আমাকে বাংলা শেখাচ্ছেন হিরোইন।” তিনি আরও যোগ করেন, “পরিচালক বলেছিলেন বাংলা শেখাবেন। আমি বলেছিলাম, না। হিরোইনের কাছ থেকেই শিখব। আমাকে আমার দুই নায়িকাই বাংলা শেখাচ্ছেন।”

দীর্ঘদিন পর কলকাতায় এলেন বলি তারকা। কেমন এই অনুভূতি? প্রশ্ন করতেই তিনি বলেন, “খুব ভাল। দারুণ লাগছে এসে।” বাংলা এবং কলকাতার প্রতি তাঁর ভালবাসা আগেই উজাড় করেছিলেন শরমন। সম্প্রতি ‘দ্য টেলিগ্রাফ’-কে দেওয়া একটি সাক্ষাৎকারে অভিনেতা তুলে ধরেন সত্যজিৎ রায় এবং বাংলা ছবির প্রতি তাঁর আগ্রহের কথা। শুধু শরমন এবং সুস্মিতাই নন, এই ছবিতে পাশাপাশি দেখা যাবে বাংলাদেশি অভিনেত্রী তানজিন তিশা এবং খাইরুল বাসারকেও।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *