প্রসিদ্ধ-সিরাজ যুগলবন্দিতে কামব্যাক ভারতের, আশা বাড়াচ্ছে যশস্বীর ব্যাট

0

প্রথম দিন ৬ উইকেট, দ্বিতীয় দিন পতন ১৫ উইকেট। ২দিনে ২১ উইকেটের পতনে ওভাল টেস্ট পেন্ডুলামের ঘড়ির মতো দুলতে শুরু করেছে। কেউ এগিয়েও নেই, কেউ পিছিয়েও নেই। ভারতের ২২৪ রানের জবাবে ইংল্যান্ড শেষ হয়ে গেল ২৪৭ রানে। এগিয়ে থাকে মাত্র ২৩ রানে। দিনের শেষে ভারত দ্বিতীয় ইনিংসে ২ উইকেট হারিয়ে ৭৫। যশস্বী জয়সওয়ালের অপরাজিত ৫১ রানের ইনিংসের পাশাপাশি নাইট ওয়াচম্যান আকাশ দীপ ৪ রানে অপরাজিত। তাতে ভারত এগিয়ে রয়েছে ৫২ রানে।
ভারত ৬ উইকেটে ২০৪ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করলে মাত্র ২০ রান যোগ করতে পারে। করুণ নায়ার ৫২ রানের পর মাত্র ৫ রান যোগ করে। ওয়াশিংটন ফেরেন ২৬ রানে। এরপরই হুড়মুড়িয়ে বাকি ৩ উইকেটও চলে যায় ভারতের। সব মিলিয়ে অ্যাটকিনসনের শিকার ৩৩ রানে ৫ উইকেট। ওভালে ভারতের বিপক্ষে ইংল্যান্ডের কোনো পেসারের এটি দ্বিতীয় সেরা বোলিং।
জবাবে বাজবল ফর্মুলাতেই যেন খেলতে শুরু করে ইংল্যান্ড। প্রথম উইকেটের পতন হয় ৯২ রানে। ১ উইকেটে ১২৯, ৩ উইকেটে ইংল্যান্ডের রান ছিল ১৭৫। হঠাৎ তাদের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণরা। দুই বোলারের দাপটেই ওভাল টেস্টে লড়াইয়ে ফিরেছে ভারত। জ্যাক ক্রলি ফিরতেই একের পর এক উইকেট পড়তে থাকে ব্রিটিশদের। অধিনায়ক অলি পোপ (‌২২)‌, জো রুট (‌২৯)‌ সেট হয়েও রান পাননি। তবে হ্যারি ব্রুক ৫৩ করে যান। ভারতের হয়ে ৪টি করে উইকেট পান সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। আর একটা আকাশ দীপের। যদিও চোটের জন্য ক্রিস ওকস ব্যাট করতে পারেননি। দ্বিতীয় দিনও যেমন দফায় দফায় বৃষ্টিতে থমকে যায় খেলা, তেমনই আবার শুরু হয় স্লেজিংও। ডাকেটের সঙ্গে লেগে গিয়েছিল আকাশদীপের। সেই আকাশদীপের বলেই আউট হয়েছেন ডাকেট। গলা জড়িয়ে ধরে তাঁকে আকাশদীপ ‘বিদায়’ জানান আকাশ। মনে করা হচ্ছে এরজন্য শাস্তিও পেতে পারেন তিনি। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জ্যাক ক্রলি। দ্বিতীয় সেশনটা পুরোপুরি ভারতের হয়ে যায়। ইংল্যান্ড দ্বিতীয় সেশনে ১০৬ রান তুলতে হারায় ৬ উইকেট। তৃতীয় সেশনে আর ৩২ রান যোগ করতে পারে তারা। ভারত কত রানের চ্যালেঞ্জ ছুড়তে পারে তৃতীয় দিন তাই দেখার।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *