এই সম্মান মনে করিয়ে দেয় নিরন্তর সিনেমার সেবা করে যেতে হবে: শাহরুখ খান

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

৩৩ বছরের অপেক্ষার অবসান। তিন দশক ধরে একইভাবে দর্শকদের মনে ‘বাদশা’র মতো রাজ করে চলেছেন তিনি। আক্ষেপ ছিল একটাই। জাতীয় পুরস্কার। শুক্রবার সেটাই মিটল বলা চলে। ৭১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের মঞ্চে ‘জওয়ান’ ছবির হাত ধরে জীবনের প্রথম জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান।

এই মুহুর্তে অভিনেতা ভুগছেন তাঁর ভাঙা হাত নিয়ে। শুটিং করতে গিয়েই চোট। কিন্তু তাতে কী! তিনি এলেন। কৃতজ্ঞতা জানালেন এবং অনুরাগীদের মন জিতলেন। এমনকি সেই ভাঙা হাত নিয়েই দিলেন সেই আইকনিক পোজ।

এ দিন, সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় শাহরুখ বলেন, “জাতীয় পুরস্কার কেবল একটি অর্জন নয়। এটি আমাকে মনে করিয়ে দেয় যে আমার কাজের একটা গুরুত্ব আছে। এই সম্মান মনে করিয়ে দেয় নিরন্তর সিনেমার সেবা করে যেতে হবে। হাজারো কোলাহলের ভিড়ে প্রকৃত অর্থে নজর কাড়তে পারা আশীর্বাদ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এই স্বীকৃতিকে শেষ রেখা হিসেবে মানব না। বরং ক্রমাগত শিখে যাব।”

অভিনেতার কথায়, “এই সম্মান আমাকে মনে করায় যে অভিনয়টা কেবলমাত্র কোনও কাজ নয়। বরং একটা দায়িত্ববোধ। পর্দায় কিছু একটা করে দেখানোর দায়িত্ব। আপনাদের ভালবাসা এবং এই সম্মানের জন্য আমি অনেক কৃতজ্ঞ।” তারপরেই অনুরাগীদের উদ্দেশে অভিনেতা বলেন, “আমি আপনাদের জন্য আমার বাহু প্রসারিত করতে চাই। কিন্তু পারব না। কারণ সামান্য চোট পেয়েছি। কিন্তু আমি চেষ্টা করব। আপনারা পপকর্ন তৈরি রাখুন। খুব তাড়াতাড়ি পর্দায় দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।”

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed