পঙ্কজকে কফির প্রস্তাব, চিঠি পাঠালেন মহুয়া মৈত্র… তারপর?

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক:

রাজনীতির ময়দানে দাপুটে নেত্রী। সদ্যই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। এ বার অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে মন দিলেন মহুয়া মৈত্র! আসলে অভিনেতার প্রতি তাঁর ভালবাসা বহুদিনের। এমনকি তিনি নিজেই জানান, ‘মির্জাপুর’ দেখার পর পঙ্কজকে একটি চিঠিও লিখেছিলেন তিনি। তারপর? সেই চিঠির উত্তর কি পেয়েছিলেন তিনি?

সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’র সঙ্গে একটি সাক্ষাৎকারে বেশ খোশমাজাজেই ধরা দিয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। তাঁর পছন্দের সিনেমা নিয়ে কথা শুরু হতেই তিনি বলেন, “আমি ‘মুন্নাভাই’ সিরিজটা দেখেছি। আমি আবারও দেখব। ‘ভিকি ডোনর’ ছবিটাও আমার দারুণ লেগেছে।” সেই প্রসঙ্গেই ওঠে পঙ্কজ ত্রিপাঠীর কথা। মহুয়া বলেন, “আমি পঙ্কজ ত্রিপাঠীকে খুব ভালবাসি। ‘মির্জাপুর’ পুরোটা দেখেছিলাম। এমনকি ওঁকে একটা চিঠিও লিখেছিলাম। যদিও তার উত্তর আমি পাইনি। কিন্তু পঙ্কজ আমার খুব পছন্দের। নেতিবাচক চরিত্রে আমার বেশি ভাল লাগে ওঁকে। ‘গ্যাংস অব ওয়াসেপুর’ ছবিতেও দারুণ অভিনয়।”

জানেন কি সেই চিঠিতে কী লিখেছিলেন নেত্রী? জানতে চাওয়া হলে খুব সহজভাবেই তিনি বলেন, “আমি জানিয়েছিলাম, আমি আপনার খুব বড় ভক্ত। একবার কফির আড্ডায় দেখা হলে খুব ভাল হয়। কিন্তু তিনি কফির আড্ডার জন্য কারও সঙ্গে দেখা করেন না।”

এমনকি, মহুয়া মৈত্র জানান, তিনি এতটাই বড় ভক্ত ছিলেন পঙ্কজের যে তাঁর সঙ্গে দেখা করিয়ে দেওয়ার জন্য আবদার নিয়ে গিয়েছিলেন তারকা-সাংসদ রবি কিষানের কাছেও। তিনি পঙ্কজের সঙ্গে মহুয়ার টেলিফোনে কথোপকথনের একটি সুযোগ করে দিয়েছিলেন এবং মহুয়া এও স্বীকার করেন যে তিনি এতটাই লাজুক ছিলেন যে তিনি মনেই করতে পারেননি যে তিনি আসলেই পঙ্কজকে একটি চিঠি পাঠিয়েছিলেন।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *