নতুন চুলের স্টাইলে পায়ে পুরনো ছন্দ নেইমারের, জোড়া গোলে নায়ক ব্রাজিলিয়ান তারকা

0

স্পোর্টস ডেস্ক: নতুন স্টাইলে চুল, পুরনো জাদু পায়ে। মাঠে ফিরলেন, গোলে ফিরলেন, আলোচনায় ফিরলেন। সান্তোসের ঘরে ফিরেই দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সান্তোস। জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার। ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সান্তোসের হয়ে গোলের শুরুটা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল।

প্রথমার্ধেই অবশ্য এক গোল শোধ করে বিপক্ষ দল। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন ফের নেইমার।৫২ মিনিটে হলুদ কার্ড দেখলেও পুরো সময়ই মাঠে ছিলেন। ২০২২ সালের অগাষ্টের পর এই প্রথম টানা পাঁচটা ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড। ছন্দে থাকলে কতটা ভয়ংকর হতে পারেন সেটাই যেন এই ম্যাচে দেখিয়েছেন এই ফরোয়ার্ড। চোটে দীর্ঘদিন ভোগার পর নেইমারের এই ফর্ম সান্তোসের জন্য যেমন স্বস্তির, তেমনি ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যতের জন্যও এটি বড় আশার বার্তা। এখন পর্যন্ত ঘরের ক্লাবে ফিরেই ১৭ ম্যাচে ৬ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন তিনি। এখন কাউন্ট ডাউন চলছে কবে ফিরবেন জাতীয় দলে। ২০২৬ বিশ্বকাপের টিকিট পাওয়া ব্রাজিল সেপ্টেম্বরেই শেষবারের মতো বাছাইপর্বে মাঠে নামবে।

ব্রাজিল দলে ফেরার আশায় নেইমার বলেন, ‘আমার স্টাইল সবাই জানে। আমাকে এখন পাওয়া যাবে। আমি একজন অ্যাথলেট। এখনো ভালো বোধ করছি। এখন সিদ্ধান্তটা তাদের।’ ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোলদাতা নেইমার তাঁর দেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন ২০২৩ সালের অক্টোবরে এই বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেই উরুগুয়ের বিপক্ষে। সে ম্যাচে হাঁটুতে চোট পাওয়ার পর দীর্ঘ ১২ মাস ছিলেন মাঠের বাইরে। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও, আর ফেরা হয়নি জাতীয় দলে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *