‘তোর ভালবাসা আজও’, ঋতুপর্ণ ঘোষকে জন্মদিনে শ্রদ্ধা প্রসেনজিতের, মীরের খোলা চিঠি
এন্টারটেইনমেন্ট ডেস্ক: বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম স্থপতি এই মানুষটি। তাঁর সৃষ্টি, তাঁর দৃষ্টিভঙ্গি, আর তাঁর নিজস্ব ভঙ্গিমার মিশেলে এক নতুন ভাষা তৈরি হয়েছিল। সে ভাষা শুধু ছবির নয়, জীবনেরও। এই মানুষটি আর কেউ নন, বাংলা ছবির কিংবদন্তি ঋতুপর্ণ ঘোষ। তাঁর চলে যাওয়ার এক যুগ পেরিয়ে যাওয়ার পরও তিনি যেন আজও সমান প্রাসঙ্গিক। বাংলা ছবির জগত তাঁকে প্রতি মুহূর্তে মনে করে। রবিবার তাঁর জন্মদিনে আবেগে ভেসে স্মৃতির সাগরে ডুব দিলেন তাঁর একান্ত সুহৃদরা।
তাঁর কাছের বন্ধু, অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সামাজিকমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করে লিখেছেন, ‘শুভ জন্মদিন ঋতু… তুই নেই, কিন্তু তোর সৃষ্টি আর তোর ভালোবাসা আজও আমাদের মধ্যে বেঁচে আছে।’ পোস্টের সাথে ছিল একটি ছবি, যেখানে দেখা যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘গানের ওপারে’-এর শুটিং চলাকালীন দুই বন্ধুর এক আন্তরিক মুহূর্ত।
অন্যদিকে, অভিনেতা ও রেডিও-ব্যক্তিত্ব মীর আফসার আলীও ঋতুপর্ণকে নিয়ে স্মৃতিচারণ করে একটি পোস্ট দিয়েছেন। অনেকেই মনে করতেন ২০১১ সালে ‘ঘোষ অ্যান্ড কোম্পানি’-এর পর তাঁদের মধ্যে নাকি মুখ দেখাদেখি বন্ধ হয়ে গিয়েছিল, একে অপরের ‘সোর্ন এনিমিজ’ ছিলেন। এই ভুল ধারণা ভাঙতে মীর লিখেছেন, ‘আমি কিন্তু আজও মানুষটির জাবরা ফ্যান।’ সেই পোস্টে তিনি ঋতুপর্ণর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন। তিনি আরও বলেছেন, সেই হাসি মুখে মিথ্যে রাগ নিয়ে ‘এক মারবো শয়তান!’ বলাটা শোনার লোভ আজও তাঁর আছে।
২০১৩ সালের হঠাৎ সকালে খবর এসেছিল, বাংলা হারিয়েছিল তার প্রিয় পরিচালক ঋতুপর্ণকে। বিছানায় শুয়ে থাকা নিথর শরীর সেদিন কাঁদিয়েছিল গোটা বাঙালিকে।
