কৃষক পরিবারের ছেলে হরমনপ্রীতের আদর্শেই উজ্জ্বল ভারত, চিনের পর জাপানও হারল

0

‘ইস টিম কো সিরফ ওহ প্লেয়ার চাহিয়ে, জো পেহলে ইন্ডিয়া কে লিয়ে খেল রহে হ্যায়, ফির আপনি টিম মে আপনে সাথীওঁ কে লিয়ে। অর উসকে বাদ ভি আগর থোডি হাহুত জান বাঁচে, তো আপনে লিয়ে…’।
চাকদে ইন্ডিয়া’র সেই বিখ্যাত ডায়লগ। ভারতীয় হকি দলের অধিনায়ক হরমনপ্রীত যেন সেই আদর্শেই বিশ্বাসী। তিনি বিশ্বাস করেন যত বেশি আক্রমণ করা যাবে, তত বেশি প্রতিপক্ষকে চাপে রাখা যাবে। সতীর্থদের নিজের হকি দর্শনে উদ্বুদ্ধ করেছেন। ফলও পাচ্ছে ভারত। পরপর দুই অলিম্পিকে হরমনপ্রীতের কৃতিত্বেই প্রায় এসেছে পদক। হকি এশিয়া কাপে দুরন্ত ফর্ম অব্যাহত ভারতের। প্রথম ম্যাচে হরমনপ্রীতের হ্যাটট্রিকের সৌজন্যে চিনকে ৪-৩ গোলে হারিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচেও জাপানের বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেল ভারত। এই ম্যাচেও জোড়া গোল করলেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিং। আর একটি গোল অভিজ্ঞ প্লেয়ার মনদীপ সিংয়ের। এই ম্যাচ জিতে পুল এ-র শীর্ষে পৌঁছে গেল ভারত। টানা দুই ম্যাচ জেতায় কার্যত নিশ্চিত এশিয়া কাপের সুপার ফোরে ভারতের খেলা।
দেশজুড়ে ‘সরপঞ্চ’ নামেই পরিচিত হরমনপ্রীত পঞ্জাবের কৃষক পরিবারের ছেলে। বাবার ট্র্যাক্টর চালানোর সময় জং ধরা গিয়ারের স্টিকটা চালানোই ছিল তার কাছে মজার। এরপর ১০ বছর বয়সেই হাতে তুলে নেন তিনি। এখন ভারতীয় দলের অধিনায়ক বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ ফ্লিকার।
জাপানের বিরুদ্ধে অবশ্য শুরুটা করেন মনদীপ।প্রথম কোয়ার্টারে ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মনদীপ সিং। আর পরের মিনিটেই পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল করেন ক্যাপ্টেন হরমনপ্রীত সিং। তৃতীয় কোয়ার্টারে ৮ মিনিটের মাথায় এক গোল শোধ করেন জাপানের কোসেই কাওয়াবে। তবে ৭ মিনিটের মধ্যেই পেনাল্টি কর্নার থেকে ফের গোল করে ভারতের লিড বাড়ান হরমনপ্রীত। ম্যাচ শেষ হওয়ার ঠিক আগে চতুর্থ কোয়ার্টারে ১৪ মিনিট গোল করে আবার ব্যবধান কমান কোসেই কাওয়াবে।ফলে শেষ মুহূর্তে ভারতের জন্য কিছুটা চাপ সৃষ্টি হলেও, জাপান আর গোল করার সুযোগ পায়নি। ফলে খেলা ৩-২ গোলে শেষ করে ভারত। এর পরে কাজাখাস্তানের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ খেলবেন হরমনপ্রীতরা। বর্তমানে দুই ম্যাচে ভারতের পয়েন্ট ৬। এই গ্রুপে চিন ও জাপান দুদলেরই পয়েন্ট ৩। তবে রক্ষণ নিয়ে ভাবতেই হবে ভারতকে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may have missed