সময় নিয়ে খেলা, বন্ধুত্বের আবরণে রহস্য… ট্রেলারে নজর কাড়ল ‘তবুও আপেক্ষিক’

0

এন্টারটেইনমেন্ট ডেস্ক: বই, আড্ডা আর কফির গন্ধে মাখা দক্ষিণ কলকাতার একটা ক্যাফে। ২ অগাস্ট বিকেলে এই চেনা জায়গাটাই যেন অন্য এক ইতিহাসের সাক্ষী হয়ে উঠল। ভিড় ছিল, কিন্তু সেটা চিরাচরিত উন্মাদনার ভিড় নয়। সেখানে এসেছিলেন বাংলা চলচ্চিত্র জগতের অনেক গুণী মানুষ। এসেছিলেন পরিচালক অভিজিৎ গুহ, বরিষ্ঠ অভিনেতা সর্বদমন সোম, ক্যামেরার পেছনের মানুষ শান্তনু ব্যানার্জী। এসেছিলেন ‘পারসেপশন ক্রিয়েটিভ’-এর প্রযোজক গার্গী আর পরিচালক অর্জুন। আর ছিলেন একরাশ তরুণ ও প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী – জয় সেনগুপ্ত, বাসবদত্তা চ্যাটার্জী, ইন্দ্রজিৎ মজুমদার, মোনালিসা রায়, ফৈজ আহমেদ, রোহিত বাসফোর এবং অপূর্ব বর। এদের সঙ্গে ছিল ক্ষুদে অভিনেতা আজান।

এই ঘরোয়া আবহে মুক্তি পেল অর্জুন পরিচালিত প্রথম ফিচার ফিল্ম, ’তবুও আপেক্ষিক’-এর ট্রেলার। ছবিটি নামেই যেন তার গল্পের ইঙ্গিত দিয়ে দেয়—’যখন সময়ের মুখোমুখি সময়’। কোভিড লকডাউনের আগের আর পরের সময়, এই দুই ভিন্ন সময়ের টানাপোড়েনই ছবির মূল বিষয়। এখানে তিনটি বন্ধু আর তাদের সঙ্গিনীদের সম্পর্কের গল্প। রয়েছে ভয়, হিংসা, প্রেম আর বন্ধুত্বের জটিল বুনন। এ সব কিছুরই আসল কারণ সময়ের আপেক্ষিকতা।
ছবির সংগীত পরিচালক প্রলয় সরকার। ছবির সম্পাদক বনমালী সরকার এবং অন্যান্য কুশলীদের উপস্থিতিও জানান দিল, এক নতুন ভাবনা নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি।

ট্রেলার দেখার পর মনে হতে পারে , সময় কি কেবলই এক সরলরেখা? নাকি এর মধ্যে লুকিয়ে আছে এমন কিছু, যা আমাদের চেনা বাস্তবকে বদলে দেয়? তিন বন্ধুর বহু প্রতীক্ষিত পুনর্মিলন এক রহস্যময় রাতে মোড় নেয়, যখন তারা নিজেদের মুখোমুখি হয়। সময় তখন কেবল ঘড়ির কাঁটায় বাঁধা থাকে না, বরং এক অন্য বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়ায়। ট্রেলারে দেখানো টানটান গল্প আর রহস্যময়তা দর্শকদের মনে এক গভীর প্রশ্ন জাগিয়ে তোলে—যা দেখছি, তা কি সত্যি? নাকি বাস্তবের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা?

ছবিটি প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে যাবে, তারপর দর্শকদের জন্য মুক্তি পাবে। ট্রেলারটুকু দেখার পর যে আগ্রহ আর রহস্যের জন্ম হয়েছে, তার সমাধান পেতে হলে অপেক্ষা করতেই হবে।

About The Author

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *